বয়স কেবল সংখ্যামাত্র! প্রকাশ্য মঞ্চে সুপারহিট বাংলা গানে তুমুল নাচ দেবশ্রী রায়ের, ভাইরাল ভিডিও
বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় মুখ দেবশ্রী রায়।

বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় মুখ দেবশ্রী রায় (Debashree Roy)। তিনি আশির দশকে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা জগতের তাঁর প্রথম পথচলা শুরু হয় ‘পাগল ঠাকুর’ (১৯৬৬) সিনেমার হাত ধরে। নায়িকা হিসাবে তিনি প্রথম অভিনয় করেন ‘নদী থেকে সাগরে’ চলচ্চিত্রে। যদিও দেশজুড়ে পরিচিতি লাভ করেন অপর্ণা সেনের ‘৩৬ চৌরঙ্গী লেন’ (১৯৮১) সিনেমার দৌলতে। এমনকি তিনি ‘জিয়ো তো এইসে জিয়ো’ নামক হিন্দি সিনেমাতেও অভিনয় করেন। ‘কলকাতার রসগোলা’ গানেতে তাঁর নাচ আজও দর্শকদের মনে গ্রথিত রয়েছে। এর পিছনেও অবশ্য এক অজানা কাহিনী রয়েছে।
সম্প্রতি তাঁকে দেখা গেছিল জি বাংলার (Zee Bangla) রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এ। ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) উপস্থিতিতে রিয়েলিটি শোয়ের মঞ্চে যেন চাঁদের হাট বসেছিল। ওইদিন অভিনেত্রী দেবশ্রীকে ‘বাজল যে ঘুঙুরু’ গানে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ‘দীপান্বিতা কুণ্ডু’-এর সঙ্গে কোমর দোলাতে দেখা যায়।
৬১ বছর বয়সেও তাঁকে নৃত্য পরিবেশন করতে দেখে অবাক হয়ে যান দর্শকরা। যেখানে বহু উঠতি অভিনেত্রীরা অনেক চেষ্টার পরেও নৃত্যে অদক্ষ, সেখানে এত বছর পরেও নিখুঁতভাবে দেবশ্রী নৃত্য প্রদর্শন করলেন কী করে? এই প্রশ্ন সবার মনে উঠতে শুরু করে। যদিও এর পিছনে রয়েছে দেবশ্রীর দীর্ঘ পরিশ্রম। নৃত্যে নিপুনতার পিছনে রয়েছে এক দীর্ঘ কাহিনী। চলুন, সেই কাহিনীতেই একটু উঁকি মেরে নেওয়া যাক।
আপনি কি জানেন? তিনি শুধুমাত্র ভালো অভিনেত্রীই নন, একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। তিনি নাচে হাতেখড়ি করেন নিজের মা ও বড়ো দিদি পূর্ণিমার কাছে। এরপরে ওড়িশি নৃত্যের কাছে তালিম নেওয়ার পরে ১৯৯১ সালে ‘নটরাজ’ নামল দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অধীনে ওই বছরেই তিনি তা করেনও। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অভিসার’ কবিতা অবলম্বনে প্রস্তুত নৃত্যনাট্য ‘বাসবদত্তা’ প্রথমবার মঞ্চস্থ করেন। এর দরুন বেশ জনপ্রিয়তা পেলে তিনি মঞ্চে ‘স্বপ্নের সন্ধানে’ উপস্থাপন করার মাধ্যমে প্রশংসার অধিকারী হন। তিনি এখানেই থামেননি। ইউরোপীয় মহাদেশের মঞ্চে ‘বিচিত্র’ উপস্থাপন করতে উদ্যোগী হন। তাঁর এই পদক্ষেপের দৌলতে দেবশ্রী তখন ভূয়সী প্রশংসা অর্জন করেন।