×

Optical illusion: এতগুলি ‘5’ নম্বরের মধ্যে আছে ১টি ‘3’ লেখা, রইল ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

এই দৃষ্টি ভ্রমই ইংরেজিতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নামে পরিচিত।

এই পৃথিবীতে এমন কিছু ছবি বা ফটোগ্রাফ আছে, যেগুলো দেখে মনে হবে “দেখে যা মনে হয়, প্রকৃত সত্য তা নয়”। অপটিক্যাল ইলিউশন হল সেই সমস্ত ছবি বা ফটোগ্রাফেরই নামান্তর। এই অপটিক্যাল ইলিউশনে কোনো ছবি, নম্বর বা অক্ষরকে এমনভাবে পেশ করা হয় যা দেখে ভ্রমের সৃষ্টি হয়। এই দৃষ্টি ভ্রমই ইংরেজিতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নামে পরিচিত।

এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) উপকরণ খুবই সাধারণ জিনিস, দৈনন্দিন জীবনে ব্যবহৃত অক্ষর-নম্বর বা জীবিত প্রাণী হতে পারে। এই অপটিক্যাল ইলিউশনযুক্ত ফটোগুলো দেখতে খুবই সাধারণ মনে হলেও, এর মধ্যে অসাধারণভাবে সাধারণ জিনিস বা মানুষের ছবি, নম্বর বা অক্ষর লুকিয়ে থাকতে দেখা যায়। উত্তরদাতাকে সেই লুকিয়ে থাকা বস্তুই নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে বের করতে হয়।

অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য উত্তরদাতার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকা খুবই জরুরী। প্রথম বৈশিষ্ট হল মনোযোগ। অপটিক্যাল ইলিউশন সমাধান করার সময়ে উত্তরদাতাকে খুবই মনোযোগী হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল তীক্ষ্ণ দৃষ্টি শক্তি। এই বৈশিষ্ট্য না থাকলে সহজে মোটেই সমাধান খুঁজে পাওয়া যাবে না। কারণ, অপটিক্যাল ইলিউশনে অজস্র নম্বর-অক্ষরের ভিড়ের মাঝে বা কোনো জিনিসের ছবির মধ্যে সমাধান খুঁজতে হয়। এই দুই বৈশিষ্ট্যই আপনার মধ্যে উপস্থিত থাকলে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারবেন।

সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে ফটোময় শুধুমাত্র ‘5’ লেখা থাকতে দেখা যায়। এর মধ্যে উত্তরদাতাকে ‘3’ খুঁজতে বলা হয়। এক্ষেত্রে উত্তর খোঁজার সময় দেওয়া হয়েছে মাত্র ২০ সেকেন্ড। দেখুন তো আপনি খুঁজে পান কি না?

খুঁজে পেলেন? না পেলেও কোনো ব্যাপার নয়। আপনার জন্য এই প্রতিবেদনে সমাধান পেশ করা হল।

Related Articles