শাহরুখ খানের বডিগার্ড রবির বার্ষিক বেতন সাধারণ ভারতীয়র সারাজীবনের রোজগারের সমান
বলিউডের বাদশা নিজের সুরক্ষার জন্য তার সাথে রাখেন দেহরক্ষী রবি সিংহকে।

বড় বড় সেলিব্রেটিরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য এখন তাঁদের সাথে বডিগার্ড অর্থাৎ দেহরক্ষীদের রাখেন। রাজনৈতিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বলিউড ও টলিউডের বড় বড় তারকারা, দেহরক্ষীরা এই সকল মানুষদের সব সময় সুরক্ষা প্রদান করে থাকেন। যে সকল ভিআইপি ব্যক্তিগণ তাদের সাথে দেহরক্ষী রাখেন দেহরক্ষীরা সব সময় তাঁদের ছায়াসঙ্গী হয়ে থাকেন। শুধুমাত্র ব্যক্তিগত মুহূর্ত ছাড়া দেহরক্ষীরা সব সময় সাথে থাকে তাদের মনিবদের। বলিউডের বড় বড় তারকাদের সাথে দেহরক্ষী থাকে। রাস্তাঘাটে যখন সাধারণ মানুষ তারকাদের দেখে ঘিরে ধরে, সেইসব মুহূর্তে সাধারণ মানুষের ভিড় থেকে তারকাদের রক্ষা করে থাকে ওই দেহরক্ষী।
বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) যার অনুরাগী গোটা বিশ্বজুড়ে রয়েছে। শাহরুখ খানকে এক মুহূর্ত চোখে দেখা ও ছোঁয়ার জন্য স্বপ্ন দেখে তাঁর কোটি কোটি ভক্তরা। স্বাভাবিকভাবে রাস্তাঘাটে শাহরুখ খান কখনোই একা বেরোতে পারেন না। তাঁকে দেখা মাত্রই উপচে ওঠে জনমানবের ভিড়। তাই শাহরুখ খানকে সবসময় তাঁর সাথে দেহরক্ষী রাখতেই হয়। বলিউডের বাদশা নিজের সুরক্ষার জন্য তার সাথে রাখেন দেহরক্ষী রবি সিংহকে।
রবি অত্যন্ত বিশ্বস্ত এবং শক্তিশালী একজন দেহরক্ষী। এর আগে রবি দেশ-বিদেশে বহু সেলিব্রেটিদের দেহরক্ষক হিসেবে কাজ করেছে। জানেন কি শাহরুখ খান রবিকে কত টাকা বেতন দেন তাকে সুরক্ষা দেওয়ার জন্য? রবির বেতনের অংকটা যে কোন বড় সড় অফিসারের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া রবিকে সব রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকে কিং খান। বাদশা কে প্রতি মুহূর্তে সুরক্ষা প্রদান করার জন্য বাদশা বার্ষিক ২.৫ কোটি টাকা বেতন দিয়ে থাকে রবিকে। শুনে বিষম লাগলেও এটাই সত্য।
গত ২৫ শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ (Pathan)। এই সিনেমা মুক্তির আগে এই সিনেমা এবং সিনেমার বেশ কিছু গান ও গানের দৃশ্য নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিতর্ক পৌঁছে গিয়েছিল রাজনৈতিক পর্যায়ে। সেন্সর বোর্ডও কিছুটা নড়েচড়ে বসে ছিল এই ছবির ক্ষেত্রে। সেন্সর বোর্ডের তরফ থেকে ছবির বেশ কিছু দৃশ্য কেটে দেওয়া হয়। বলিউড অত্যন্ত আশাবাদী এই ছবিটিকে নিয়ে। আশা করা হচ্ছেন এই ছবির হাত ধরে বলিউড আবার তার পুরনো জায়গা ফিরে পাবে দর্শক মহলে।