×

অতিরিক্ত শারীরিক মিলনের ফলে যা হয় ফাঁস করলেন উর্ফি জাভেদ নিজেই

ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদকে (Ourfi Javed) চেনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদকে (Ourfi Javed) চেনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অনুরাগী হিসাবে হোক বা সমালোচক হিসাবে, উরফি ফলোয়ার্সের সংখ্যা অগুনিতক। একসময় তাঁকে সংঘর্ষময় জীবন অতিক্রম করতে হয়েছে। তারপরে জীবনের এক মোড়ে তিনি সফলতার মুখ দেখেন। মুম্বাইয়ে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধারাবাহিকে চুটিয়ে কাজ করেন অভিনেত্রী উরফি জাভেদ। যদিও বর্তমানে তাঁকে পোশাকজনিত বিতর্কের কারণে খবরের শিরোনামে থাকতে দেখা যায়। তবে এইবারে অন্য কারোর সমালোচনার শিকার হয়ে নয়, অন্যের সমালোচনা করে খবরের শিরোনামে এলেন উরফি।

পুরো ঘটনাটি একটি ভিডিওকে কেন্দ্র করে। উরফি জাভেদ (Ourfi Javed) সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রাম রিলে (Instagram Reel)। ভিডিওটিতে দেখা যায় এক মহিলা বলেন, “কোনো নারী যৌন মিলনে যদি বেশি লিপ্ত থাকেন, তাহলে তাঁর জীবনে বার্ধক্য খুব তাড়াতাড়ি আসে”। উল্লেখ্য, উরফি এই ভিডিও সমর্থন করে পোস্ট করেননি। ভিডিওটির পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি পেশ করতে দেখা গেল তাঁকে।

ভিডিওতে দৃশ্যমান মহিলার কথায় রীতিমতো চোটে যান অভিনেত্রী উরফি। তিনি মহিলার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেখেন, “এই মহিলা বলেছেন যে, কোনো মহিলা যৌন মিলনে লিপ্ত থাকলে তাঁর জীবনে বার্ধক্য জলদি আসে”। ইনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আপনাদের কী মনে হয়?”

এরসঙ্গে নিজের যুক্তির স্বপক্ষে তিনি একটি স্ক্রিনশট পেশ করেন। স্ক্রিনশটের শুরুতে প্রশ্ন হিসাবে লেখা থাকতে দেখা যায়, “যৌন মিলনে লিপ্ত থাকলে কি মহিলাদের বয়স্ক দেখায়?” এর উত্তরে লেখা থাকে, “মনোবিদরা বলেন নিয়মিত যৌন মিলন করলে যে কোনো মানুষকে প্রকৃত বয়সের থেকে সাতগুণ কম বয়সী দেখতে লাগে। যৌনমিলনের সময়ে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা মানুষের মেজাজ ভালো রাখার জন্য দায়ী। এটির কারণে ঘুম ভালো হয় এবং ক্লান্তি কমে। যৌন মিলন রক্তপ্রবাহ উন্নত করে, ফলস্বরূপ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়”।

Related Articles