×

প্রকাশ্যে রাস্তায় বিনা মেকআপে উরফি জাভেদ! ক্যামেরা দেখেই লুকালেন মুখ, তুমুল ভাইরাল ভিডিও

বি-টাউনের সাহসী অভিনেত্রীদের কথা এলেই প্রথমে যার নাম আসে তিনি হলেন উড়ফি জাভেদ।

বি-টাউনের সাহসী অভিনেত্রীদের কথা এলেই প্রথমে যার নাম আসে তিনি হলেন উড়ফি জাভেদ (Urfi Javed)।‌ এক এক সময় এক এক ধরনের উদ্ভট পোশাক‌ ও ফ্যাশন সেন্সের কারনে হামেশাই তিনি লাইমলাইটে থাকেন। কখনো বিনা অন্তর্বাসে আবার কখনো প্লাস্টিক কিংবা দড়ি জড়িয়েই তৈরি করে নেন নিজের পোশাক। আবার কখনো পোশাকের বদলে কেবলমাত্র ব্লেড বা সেফটিপিন দিয়েই তৈরি করেন নিজের শরীর ঢাকার বস্ত্র। ‌এক কথায় উদ্ভট পোশাক তৈরিতে যেন রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

যার কারণে গোটা নেট দুনিয়ায় তাঁকে নিয়ে লেগেই থাকে বিতর্ক। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে সর্বদা বিতর্ক লেগে থাকলেও প্রতিনিয়তই নতুন নতুন পোশাকে ইন্টারনেটের নজর কাড়ছেন তিনি। নিজেকে সংবাদের শিরোনামে বেঁধে রাখতে নিজেই হাতিয়ার বানিয়েছেন উর্ফি। ‌ যার কারনে মুম্বাইয়ের পাপারাজ্জিদের মোস্ট ফেভারিট স্টার তিনি। কারণ তাঁদের ক্যামেরার সামনে প্রতিনিয়তই আধিপত্য বিস্তার করছেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রীর আচরণে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া।

সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যেই পাপারাজ্জিরা অভিনেত্রীর মুখে হাসি ফোটাতো তাঁদের দেখে মুখ লুকাচ্ছেন উরফি। কিন্তু কেন? কিসের জন্য ক্যামেরার সামনে ধরা দিতে নারাজ তিনি? আসলে এই প্রথম বিনা মেকাপে ক্যামেরার লেন্স বন্দি হলেন উরফি জাভেদ। আর তাতেই বেজায় চটে গেলেন তিনি। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে একটি গোলাপি রঙের ওভারসাইজ প্যান্ট ও সাথে সাদা ক্রপ টপ। এর পাশাপাশি অভিনেত্রী চোখের তলায় ডার্ক সার্কের স্পষ্ট।

পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পরতেই নিজের হাতের ফোন দিয়ে মুখ আড়াল করলেন উরফি। এর খানিকক্ষণ পর নিজেই বলেন, “পালিয়ে আর কোথায় যাব? তোমরা সব জায়গায় পৌঁছে যাও।” এরপর সেই সমস্ত পাপারাজ্জিদের মধ্যে থাকা একজন বলে ওঠেন যে, “আজকে আমাদের জানালে না তো এখানে আসবে।” অভিনেত্রী এর পাল্টা জবাবে বলেন, “এবার ক্লিনিকে এলেও জানাতে হবে!” তবে অন্যান্য পাপারাজ্জিরা ব্যস্ত অভিনেত্রীর ছবি তোলায়। এরপর তাঁদেরকে উদ্দেশ্য করে অভিনেত্রী বিনয়ের সুরে বলেন, ‘চা খাবেন আপনারা?’ আর উরফির এহেন মন্তব্য রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে সকলের।

Related Articles