×

মোটা টাকার লোভে শ্রীদেবীকে এই কাজ করতে বাধ্য করেন তাঁর মা!

শ্রীদেবী (Sridevi) ভারতীয় বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র।

শ্রীদেবী (Sridevi) ভারতীয় বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রথম ‘মহিলা সুপারস্টার’ অভিনেত্রী ২০১৮ সালে পরলোক‌ গমন করার পরেও ভক্তদের মনে এখন‌ও রয়ে গিয়েছেন। অভিনেত্রীর আসল নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পন (Shree Amma Yanger Ayyappan)। তিনি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কানাড়া ভাষার সিনেমায় কাজ করেছেন। বিপুল জনপ্রিয়তার পাশাপাশি তাঁর ঝুলিতে আছে। একাধিক উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার।

শ্রীদেবী শিশু শিল্পী হিসেবে মাত্র চার বছর বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। হিন্দি সিনেমা জগতে তাঁর ডেবিউ হয় নয় বছর বয়সে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রীদেবী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অন্যতম ‘চাঁদনি’। সম্প্রতি এক ডকুমেন্ট সিরিজে উঠে এসেছে উল্লেখ্য ‘চাঁদনি’ সিনেমা ও শ্রীদেবী সম্পর্কিত কিছু অজানা তথ্যসমূহ।

ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর ওয়েব সিরিজ ‘দ্য রোমান্টিকস’-এ এক বিশেষ পর্বে প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক যশ চোপড়ার বলা কিছু কথার এক ভিডিও রয়েছে। এই ভিডিওতে যশ জানিয়েছেন, তামিল ভাষার সিনেমা ‘মুন্ড্রাম পিরাই’-তে শ্রীদেবীর অভিনয় দেখে তাঁর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যশ। এই বিষয়ে অভিনেত্রীকে রাজি করানোর জন্য তিনি বনি কাপুরের সাহায্য নিয়েছিলেন।

সেই সময়ে শ্রীদেবীর কেরিয়ারে তাঁর মায়ের বিশাল ভূমিকা ছিল। ‘চাঁদনি’ সিনেমায় মেয়ে যে পরিমাণ পারিশ্রমিক লাভ করবেন তা জানার পরে সিনেমাটি সম্পর্কে আর কিছু না জেনেই অভিনেত্রীর মা মত দিয়ে দিয়েছিলেন। শুধু টাকার জন্য শ্রীদেবীর মায়ের এমন ব্যবহার বনি কাপুরকে হতবাক করে দিয়েছিল। পরে অবশ্য ‘চাঁদনি’ সিনেমা রিলিজ হ‌ওয়ার কী বিপুল পরিমাণ সাফল্য অর্জন করেছিল তা কারোরই অজানা নয়!

Related Articles