×

মঞ্চের উপর সিদ্ধার্থ জড়িয়ে ধরতেই অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, ভাইরাল ভিডিও

এক ডিপ নেককাটের ড্রেস পরে পরিণীতি সহ‌অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে তাঁদের সিনেমা 'জবরিয়া জোড়ি'-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

ভারতবর্ষে ফ্যাশনের দুনিয়ায় যে বিনোদন জগতের তারকারা রাজ করে থাকেন তা কারোরই অজানা নয়। সোশ্যাল মিডিয়া, অনুষ্ঠান, প্রেস কনফারেন্স, সিনেমা, প্রোমোশনাল ইভেন্ট, অ্যাওয়ার্ড ফাংশন প্রভৃতি জায়গাতে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর নিত্যনতুন লুকে দেখা মেলে। তারকাদের নিজস্ব অ্যকাউন্ট থেকে পোস্ট করা ছবি বা পাপারাৎজিদের তোলা ছবি নেটদুনিয়ায় চাক্ষুষ করেন সাধারণ মানুষ।

তারকাদের বিভিন্ন ধরণের ডিজাইনার পোশাক ও সাজ দেখে বহু মানুষ‌ই অনুপ্রাণিত হয়ে থাকেন। যেভাবে প্রতিনিয়ত তারকারা নিজেদের সাজিয়ে-গুছিয়ে পেশ করে থাকেন তা সত্যিই প্রশংসনীয়। তবে অনেক সময়ে এমন‌ও হয় খোলামেলা বোল্ড পোশাকের কারণে তারকাদের অসুবিধের সম্মুখীন হতে হয়। এমন অপ্রীতিকর ঘটনা ঘটলে তা বেশিরভাগ সময়েই পাপারাৎজিদের ক্যামেরাবন্দী হয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

গত কয়েক বছর আগে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এক সিনেমার প্রোমোশনে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে। পরিণীতি বরাবরই তথাকথিত ‘স্লিম ফিগার’-এর অধিকারিণী না হলেও তাঁর স্টাইলিশ লুক সকলের‌ই নজর কাড়ে। ওজনের কারণে তাঁকে ট্রোল করা হলেও তিনি গুরুত্ব প্রদান না করেই বোল্ড পোশাকে দেখা দিয়ে থাকেন।

এমন‌ই এক ডিপ নেককাটের ড্রেস পরে পরিণীতি সহ‌অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে তাঁদের সিনেমা ‘জবরিয়া জোড়ি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সাংবাদিকদের কথায় সিনেমার এক দৃশ্য দেখাতে গিয়ে পরিণীতিকে কোলে তুলেছিলেন সিদ্ধার্থ, আর সেইসময়েই তাঁর পোশাক সরে গিয়ে বুকের একাংশ দৃশ্যমান হয়ে পড়ে। এই ‘ওপস মোমেন্ট’-এর ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল। এমন ঘটনা ঘটায় পরিণীতি স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। এই ভিডিওটি সম্প্রতি আবার‌ও ‘PR bollywood’ নামক ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে।

Related Articles