চুম্বন দৃশ্যে আপত্তি, কোয়েলের ফিরিয়ে দেওয়া অফার লুফে নিয়েই বলিউডে বাজিমাত করেন কঙ্গনা রানাওয়াত
'গ্যাংস্টার' সিনেমায় কঙ্গনা যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে অনুরাগ প্রথমে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েলকে নিতে চেয়েছিলেন।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। নিজের অভিনয় দক্ষতার জোরে তিনি প্রথম থেকেই নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছেন। ব্যতিক্রমী সিনেমা ও বোল্ড অভিনয়, এই দুইয়ের জন্যই মূলত অভিনেত্রী খ্যাতিলাভ করেছেন।
তবে কঙ্গনার পরিচিতি লাভের এক অন্যতম কারণ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এক বলিউড সিনেমার অফার কোয়েল প্রত্যাখ্যান করায় তাঁর বদলে কঙ্গনা সেই চরিত্রে অভিনয়ের সুযোগ লাভ করেছিলেন। আর সেই সিনেমা থেকেই তিনি সকলের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। বলিউডের বিখ্যাত চিত্র পরিচালক অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ (Gangster) সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন কঙ্গনা।
তবে এই সিনেমায় কঙ্গনা যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে অনুরাগ প্রথমে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েলকে নিতে চেয়েছিলেন। কিন্তু চিত্রনাট্য অনুযায়ী সিনেমায় এক ঘনিষ্ঠ দৃশ্য থাকায় এই অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। এর ফলে অবশ্য অনুরাগ-কোয়েলের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। গত কয়েক বছর আগে অনুরাগের টক শো ‘কে হবে বিগেস্ট ফ্যান’-এ এই বিষয়ে দুইজনে সরাসরি কথা বলেছেন।
উল্লেখ্য এই শো-তে অনুরাগ বলেছিলেন, “গ্যাংস্টারের গল্প বলবার সময় আমি কোয়েলকে একটা দৃশ্য বলেছিলাম, সেটা চুম্বনের দৃশ্য। কঙ্গনাকেও আমরা ওই দৃশ্যে দেখেছি। এটা ওর এথিকস আর মোরালস-এর প্রশ্ন। সেই জন্যই আমি কোয়েলকে এত সম্মান করি। অন্য কোনও অভিনেত্রী হলে সেইসময় হ্যাঁ, বলে দিত। ওতো বড় ছবি, মুম্বইয়ের মতো জায়গায় বড় ব্যানারের ছবি, যে কেউ হ্যাঁ বলে দিত। তবে ও নিজে খুব পরিষ্কার ছিল, ও বলেছিল এই সিনটা আমি করব না।”