নির্লজ্জের সমস্ত সীমা পার করলেন অভিনেত্রী এষা গুপ্তা, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
বর্তমানে বলিউডের সবথেকে ফিট এবং বোল্ড অভিনেত্রী হলেন এষা গুপ্তা।

বর্তমানে বলিউডের সবথেকে ফিট এবং বোল্ড অভিনেত্রী হলেন এষা গুপ্তা (Esha Gupta)। অভিনয়ের থেকেও বেশি এই অভিযাত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সব থেকে বেশি আগ্রহ সাধারণ মানুষের। মাঝেমধ্যেই নিত্যনতুন লুকে সোশ্যাল মিডিয়া ধরা দেন এই অভিনেত্রী। এষা গুপ্তার বিকিনি ও ছোট পোশাকের ফটোশুট দেখার জন্যদর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এষা গুপ্তার করা প্রতিটি পোস্টই একেবারে ঝড় তোলে সাধারণ মানুষের হৃদয়ে। সেই কারণে সম্প্রতি এষা গুপ্তার করা আরো একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
সম্প্রতি এষা গুপ্তার যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে এষা গুপ্তার কয়েকটি ফটোশুটে ছবি দেখা গিয়েছে। ছবিগুলোতে একেবারে সুঠাম ফিগারে দুর্দান্ত পোশাকে ধরা দিয়েছেন এষা গুপ্তা। অভিনেত্রী কে ডিপ রঙের একটি ফর্মাল সুটে দেখা গিয়েছে। তবে এই ছবি আরো আকর্ষণীয় হওয়ার কারণ হলো অভিনেত্রীর কোটের বোতাম ওপেন ছিল যার ফলে নিচের টপ স্পষ্ট দেখা গিয়েছে। অভিনেত্রী এষা গুপ্তা যে অত্যন্ত সাহসী একজন অভিনেত্রী তা বলার অপেক্ষায় রাখে না। সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেত্রীর ছবি তারই প্রমাণ দেয়। পোশাকের সাথে অভিনেত্রীর খোলা চুল ও শেড মেকআপ রাতের ঘুম কেড়েছে বহু নেটিজেনের।
অভিনেত্রী এষা গুপ্তা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই দেশ থেকেই তিনি তাঁর ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকার লস এঞ্জেলসে। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়চড় করে বেড়েছে এষা গুপ্তার ছবি ভাইরাল হওয়ার পর থেকে। প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ লাইক করেছেন ছবিটিতে। এছাড়া কমেন্ট ও শেয়ারের সংখ্যাও প্রায় কয়েক হাজার। কমেন্ট সেকশন দেখে বোঝা গিয়েছে এশা গুপ্তার মারকাটারি ফিগারের প্রশংসায় মজেছেন নেটিজেনরা।
২০২২ সালে ‘আশ্রম ৩’ সিটিজেন শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী এষা গুপ্তাকে। এই সিরিজের জনপ্রিয়তা পৌঁছে ছিল তুঙ্গে। এর পাশাপাশি এষার অভিনয়ও ছিল যথেষ্ট প্রশংসনীয়। এই সিরিজে এষার চরিত্র আলাদাভাবে নজর কেড়েছিল দর্শকদের। আগামী দিনে ‘টিপসি’ (Tipsy) ও দেশি ম্যাজিক (Desi Magic) নামের দুটি সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে সবথেকে বড়ো খবর ‘হেরা ফেরি ৩’ সিনেমায় থাকবেন এষা, এমনটাই শোনা যাচ্ছে।