অভিনেত্রীর মুখে দুর্গন্ধ, চুম্বন দৃশ্য নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা ইমরান হাশমি
বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ইমরান হাশমি।

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ইমরান হাশমি (Emraan Hashmi)। তিনি বি-টাউনের সিনিয়র কিলার নামে পরিচিত। বিশেষ করে সিনেমার বিভিন্ন চুম্বন দৃশ্যে তাঁর অভিনয় তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা করে তুলেছে। ইমরানের জনপ্রিয়তা সম্পর্কে সকলেই অবগত। বিভিন্ন বোল্ড সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছে সমস্ত দর্শকের। বলিউডে এমন অভিনেত্রী খুব কমই রয়েছে যার সাথে ইমরান চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি।
ইমরান হাশমি নিজের অভিনয় কেরিয়ারে ‘ফুটপাত’ (Foothpath), ‘মার্ডার’ (Murder), ‘দ্য ট্রেন’ (The Train), ‘চকলেট’ (Chocolate), ‘কলিযুগ’ (Kaliyug) ও ‘গ্যাংস্টার’ (Gangster)-এর মতো একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু এত বড় মাপের একজন অভিনেতা হওয়ার সত্ত্বেও একসময় তাঁকে পরতে হয়েছিল অস্বস্তিতে। যা নিজের মুখেই স্বীকার করেছিলেন তিনি।
বি-টাউনে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) ও ইমরান হাশমির জুটিকে সবচেয়ে হিট জুটি বলে মনে করা হয়। দুজনে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এমনকি বহুবার তাঁদেরকে দেখা গিয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে। আর সেগুলোর মধ্যে ‘মার্ডার’ সিনেমার কিসিং সিন দর্শকমহলে আজও ব্যাপক জনপ্রিয়। কিন্তু এই দৃশ্যের অভিনয় করতেই অস্বস্তিতে পরতে হয়েছিল অভিনেতাকে।
একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, কোনো একটি সিনেমার ঘনিষ্ঠ মুহূর্তের শুটিং চলাকালীন অস্বস্তির শিকার হন তিনি। সেই সিনেমার চিত্রনাট্য অনুযায়ী তাঁর সাথে নায়িকার একটি চুম্বনের দৃশ্য ছিল। কিন্তু ওই নায়িকার মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার দরুন রীতিমতো অস্বস্তিতে পরেন তিনি। তবে শর্টের জন্য ক্যামেরা চালু হয়ে যাওয়ার ফলে আর কিছুই করার ছিল না অভিনেতার। তাই একপ্রকার বাধ্য হয়েই নায়িকার সাথে সেই ঘনিষ্ঠ মুহুর্তের শুটিং সারেন তিনি।