বাংলা সিরিয়েলের ছোট্ট ‘ভুতু’ এখন সিনেমার নায়িকা, রইল ছবি
'ভুতু' ধারাবাহিকে ভূতের এই চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)।

জি বাংলার ‘ভুতু’ (Bhootu) ধারাবাহিক একসময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ২০১৬ সালের ১৪ মার্চ জি বাংলার পর্দায় এই ভূতের ধারাবাহিক সম্প্রচারিত হওয়া শুরু হয়। তবে ভূতের ধারাবাহিক হলেও এই ভূতকে দেখে দর্শকদের কেউই ভয় পাননি, কারণ এই ধারাবাহিকের ভূত ছিল এক খুদে মেয়ে। তাই ভূতকে ভয় পাওয়ার বদলে ছোট্ট ভূতের দুষ্টু-মিষ্টি বিভিন্ন কাণ্ডকারখানা দেখে সকলেই তাকে ভালোবেসে ফেলেন।
‘ভুতু’ ধারাবাহিকে ভূতের এই চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)। তিনি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। আর্শিয়ার দক্ষ অভিনয়, দুর্দান্ত এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গী প্রভৃতি সবকিছুর জোরেই ‘ভুতু’ ধারাবাহিকের জনপ্রিয়তা কার্যত তুঙ্গে পৌঁছে গিয়েছিল।
পরবর্তী সময়ে জি টিভিতে অর্থাৎ ‘ভুতু’ ধারাবাহিকটি রিমেক করা হয় এবং তাতেও মুখ্য চরিত্রে আর্শিয়াই অভিনয় করেছিলেন। এরপরে অবশ্য আর্শিয়া নিয়মিত অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর পরবর্তী ও আপাতত শেষ কাজ স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’, এই ধারাবাহিকে তিনি মীরার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে আর্শিয়াকে আর পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। কয়েক বছর আগের শিশুশিল্পী এখন কৈশোরে পা রেখেছেন।
তাঁর শৈশবের কিউটনেসের পরে এখন কিশোরী আর্শিয়ার সৌন্দর্য দেখেও নেটিজেনরা মুগ্ধ। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ৯৯.৭ হাজার। তাঁর নিত্যনতুন স্টাইলে তোলা প্রায় প্রতি ছবি ও ভিডিওই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে থাকে। এখন আর্শিয়া অভিনয় জগত থেকে বিরতি গ্রহণ করে পড়াশোনার প্রতি মনোনিবেশ করেছেন। তবে তিনি বড়ো হয়ে বড়ো পর্দায় অভিনেত্রী হিসেবে কাজ করতে চান। ইতিমধ্যেই তিনি শিশুশিল্পী হিসেবে বড়ো পর্দায় ডেবিউ করেছেন।