‘বাদাম শব্দ উচ্চারণ করতে পারছি না’, চোখের জলে দিন কাটছে ভুবন বাদ্যকারের
ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নেটদুনিয়ায় এক পরিচিত মুখ।

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নেটদুনিয়ায় এক পরিচিত মুখ। বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় এই গান ভাইরাল হয়েছিল। ভুবন বাদ্যকর নামক এক সাধারণ বাদাম বিক্রেতা নিজের ব্যবসার কৌশল হিসেবে নিজেই গান বেঁধে সেই গান রাস্তায় ঘুরে ঘুরে গেয়ে বাদাম বিক্রি করতেন। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদাম বিক্রেতার এমন প্রতিভা স্বাভাবিকভাবেই সকলের নজর কাড়ে।
পথচলতি কোনো মানুষ অথবা কোনো ক্রেতা তাঁর গান গাওয়ার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। খুব কম সময়ের মধ্যেই ভুবনের এমন অভিনব গানের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই গানটি ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) নামে পরিচিতি লাভ করে। সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতে থাকে ভুবনের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা নিজেদের মতো করে গানটি গেয়ে অথবা গানের তালে তাল মিলিয়ে নেচে ভিডিও পোস্ট করতে থাকেন। পরবর্তী সময়ে ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে এক ট্রেন্ডিং নাচ চালু হয়।
শুধুমাত্র বাঙালিদের মধ্যেই নয়, অবাঙালিরাও এই গানের ভক্ত হয়ে পড়েন। ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যায় এই গান। ‘কাঁচা বাদাম’ ট্রেন্ডে প্রচুরসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আকছার সেইসব ভিডিও ভাইরালও হয়েছিল। এমনকি শুধু ট্রেন্ডিং গান হিসেবে নয়, বহু স্থানে অনুষ্ঠানে গাও গাওয়ার জন্যও উপস্থিত হয়েছিলেন ভুবন। একাধিক গানও রেকর্ড করেন তিনি। তবে এখন আর ভুবনকে গান গাইতে দেখা যায়না।
এই বিষয়ে ভুবন এক আশ্চর্য অভিযোগ পেশ করেছেন। তিনি জানিয়েছেন, “যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।” বীরভূম জেলার এক সংস্থা ও তাঁর মালিক এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ভুবন বাদ্যকর। তাঁর কথায়, “আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।”