×

দুধসাদা পোশাকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন মোনালিসা

অন্তরা বিশ্বাস (Antara Biswas) ভারতীয় বিনোদন জগতের এক সুপরিচিত অভিনেত্রী, তবে সর্বত্র‌ই তিনি 'মোনালিসা' (Monalisa) নামে খ্যাত।

অন্তরা বিশ্বাস (Antara Biswas) ভারতীয় বিনোদন জগতের এক সুপরিচিত অভিনেত্রী, তবে সর্বত্র‌ই তিনি ‘মোনালিসা’ (Monalisa) নামে খ্যাত। তিনি মূলত ভোজপুরি ফিল্ম ইন্ড্রাস্টিতেই কাজ করেছেন। তার পাশাপাশি বেশ কিছু হিন্দি, বাংলা, ওড়িয়া, তামিল, কানাড়া, তেলেগু সিনেমাতেও দেখা গেছে। এছাড়াও, ‘নজর’, ‘নমক ইশক কা’ প্রভৃতি উল্লেখযোগ্য হিন্দি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।

২০১৬ সালে ভারতের বিখ্যাত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss) ১০ নম্বর সিজনে তিনি প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এই শোয়ের মাধ্যমেই তিনি মূলত পরিচিতি লাভ করেছিলেন। ২০১৭ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরেই তিনি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপরে ‘নাচ বলিয়ে’ (Nach Baliye) রিয়েলিটি শোয়ের ৮ নম্বর সিজনে তাঁরা জুটি বেঁধে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও, মোনালিসা বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হ‌ইচ‌ই’-এর বিখ্যাত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজনে মুখ্য চরিত্র ‘ঝুমা বৌদি’ হিসেবে অভিনয় করেছিলেন। এই ওয়েব সিরিজের পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছে। এই চরিত্রে নিজের হটনেসের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মোনালিসা সমানভাবে জনপ্রিয়, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৫.৩ মিলিয়ন।

মোনালিসার পোস্ট করা বেশিরভাগ ছবি ও ভিডিও হামেশাই ভাইরাল হয়ে থাকে। তাঁর বোল্ড লুক ও হটনেস যে কারোর নজর কেড়ে নেবে। সম্প্রতি আবার‌ও নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। ‘ভ্যালেন্টাইনস’ সপ্তাহের এক বিশেষ দিন ‘প্রোপোজ ডে’-তে নিজের কয়েকটি ছবি তিনি পোস্ট করেছিলেন। এই ছবিগুলিতে মোনালিসা সাদা রঙের ডিপ-নেক কাট শর্ট-টাইট ওয়ানপিসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। খোলা চুলে হালকা তাঁর সৌন্দর্যে নেটিজেনদের মুগ্ধ করেছে। ৯৬ হাজারেরও বেশি লাইকের পাশাপাশি ভক্তরা কমেন্ট বক্সে মন খুলে প্রশংসা করেছেন।

Related Articles