টিআরপি তালিকায় বড় চমক! ফের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া, নম্বর বাড়ল নিম ফুলের মধুর
প্রকাশিত হল নয়া টিআরপি তালিকা (TRP List)। এই তালিকার মাধ্যমেই দর্শকরা জানতে পারেন তাঁদের পছন্দের ধারাবাহিকের টিআরপি তালিকায় অবস্থান।

প্রকাশিত হল নয়া টিআরপি তালিকা (TRP List)। এই তালিকার মাধ্যমেই দর্শকরা জানতে পারেন তাঁদের পছন্দের ধারাবাহিকের টিআরপি তালিকায় অবস্থান। একইসঙ্গে জানতে পারা যায় সারা বাংলা জুড়ে মানুষের মনে স্থান দখল করে জনপ্রিয়তার শিখরে রয়েছে কোন বাংলা ধারাবাহিক। চলুন চটপট সেদিকেই নজর দেওয়া যাক।
মাসের পর মাস একইভাবে প্রথম স্থানে বিরাজমান স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। বিগত সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নম্বর কমে যাওয়ার পরে আবার ৯.০ পেতে দেখা গেল ধারাবাহিকটিকে। আর পাঁচ বারের মতো এবারও দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিক। ৮.৩ নম্বর পাওয়া দ্বিতীয় স্থানে থাকা ‘জগদ্ধাত্রী’-এর থেকে অনেক বেশি নম্বর অর্জন করেছে ‘দীপা’ ও ‘সূর্য’-এর ধারাবাহিক।
সবাইকে চমকে দিয়ে পঞ্চম স্থান থেকে একেবারে লাফ দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে রুবেল ও পল্লবীর নিম ফলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকটি। ধীরে ধীরে টিআরপি বাড়াচ্ছে ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকও। এই ধারাবাহিকে যদিও কটাক্ষের শিকার হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়। তবে ডোডো, মউ ও চান্দনীর ত্রিকোণ সমীকরণ দর্শকদের আকর্ষণ করছে বলে মনে করা হয়েছে।
স্লট হাতে থাকলেও মন খারাপের শিকার হতে পারেন ‘মিঠাই’ (Mithai) ভক্তরা। কারণ এই ধারাবাহিক নয়া টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে।
■ রইল সেরা ধারাবাহিকের টিআরপি তালিকা:
১. অনুরাগের ছোঁয়া- ৯.০।
২. জগদ্ধাত্রী- ৮.৩।
৩. নিম ফুলের মধু- ৭.৮।
৪. গৌরী এলো- ৭.৭।
৫. খেলনা বাড়ি- ৭.৫।
৬. পঞ্চমী- ৬.৭।
৭. রাঙা বউ- ৬.৬।
৮. মেয়েবেলা- ৬.৪।
৯. বাংলা মিডিয়াম- ৬.২।
১০. মিঠাই- ৬.১।