×

বিচ্ছেদের কয়েক বছর পর আরও কাছাকাছি দেব-শুভশ্রী!

একসময় দেব (Dev) ও শুভশ্রীর (Subhashree) জুটি দর্শকদের খুবই জনপ্রিয় ছিল।

একসময় দেব (Dev) ও শুভশ্রীর (Subhashree) জুটি দর্শকদের খুবই জনপ্রিয় ছিল। এখনও এই জুটির ক্রেজ একটুও কমেনি। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ মুক্তি পাওয়ার সময়ে ঠিক যতটা ক্রেজ ছিল, ১৪ বছর পরেও তা সমানভাবে বিদ্যমান। এখনও দেব ও শুভশ্রীর অনুরাগীদের মুখিয়ে থাকতে দেখা যায় চোদ্দ বছরের পুরনো জুটির নতুন সিনেমার অপেক্ষায়।

এবার দর্শকদের সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কারণ, মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর সিনেমা। তবে এই সিনেমা নতুন হলেও সাম্প্রতিক নয়। অর্থাৎ, এই সিনেমার শুটিং শেষ হয়েছিল ২০১৬ সালে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা তৈরি হয়েছিল যৌথভাবে প্রযোজক দেব ও রানা সরকারের দৌলতে।

বিভিন্ন বাকবিতণ্ডা ও টানাপোড়েনের জেরে সিনেমাটি ক্যানবন্দি থেকেছে প্রায় ৭ বছর। অবশেষে, গত রবিবারে পাওয়া গেল সুখবর। সাত বছরের পুরোনো ‘ধূমকেতু’ এবার দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে। রানা সরকার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে বলেন, “দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য যেকোনো সহযোগিতা ও করবে। Viacom18-এর সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি। তাহলে অতি শীঘ্রই ‘ধূমকেতু’ ঝড় উঠবে। কুর্সিকি পেটি বাঁধ লিজিয়ে…”

উল্লেখ্য, সিনেমা মুক্তি না পাওয়ার কারণরূপে এর আগে রানা সরকারই একবার দেবকে দায়ী করেছিলেন। তখন দেব বলেছিলেন, “অন্যদের মতো আমিও চাই ছবিটা মুক্তি পাক”। এই সিনেমার নাম চর্চায় থাকার অন্যতম কারণ হল সিনেমায় দেবের নতুন অবতার। দাবি করা হয়েছে, ‘ধূমকেতু’ সিনেমাতেই দেবকে ‘প্রস্থেটিক’-এর দৌলতে ৭০ বছর বয়সী বৃদ্ধের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। অনেকে দাবি করেছেন, এই সিনেমা দেবের কর্মজীবনের অন্যতম সেরা ছবি হতে চলেছে।

Related Articles