×

টিআরপি তালিকায় বাজিমাত জগদ্ধাত্রীর, নম্বর কমল অনুরাগের ছোঁয়ার, রইল সম্পূর্ণ TRP তালিকা

ওলটপালট হল টিআরপি তালিকায় থাকা ধারাবাহিকগুলোর নম্বর।

ওলটপালট হল টিআরপি তালিকায় থাকা ধারাবাহিকগুলোর নম্বর। বিগত দুই মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে অনুরাগের ছোঁয়া। কিন্তু টানটান উত্তেজনার পরেও চলতি সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর কমতে দেখা গেল ধারাবাহিকটির। অনেকে মনে করেছেন, সূর্য ও দীপার মিল না দেখানোর কারণে দর্শকদের কাছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের সাম্প্রতিক প্লট একঘেঁয়ে লাগছে, আর সেই কারণেই অনুরাগের ছোঁয়ার নম্বর নয়ের ঘর থেকে আটের ঘরে নেমে গেছে।

মিঠাই ধারাবাহিকে নানারকমের টুইস্ট আনার পরেও মিঠাইয়ের সেরা দশের বাইরে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকটির নম্বর ০.১ কমে গেছে। যার ফলে এটি দশের বাইরে ছিটকে একাদশ নম্বরে চলে গেছে। এই অবস্থায় অনেকের অনুমান, মিঠাই এবার বন্ধ হয়ে যেতে চলেছে এবং এর স্থানে সম্ভবত ‘মন দিতে চাই’ দেখানো হবে। সন্দেহ প্রকাশ করা হয়েছে ‘পরকীয়া’ ও ‘কূটকাচালি’ সমন্বিত ‘খেলনা বাড়ি’-এর আগামী সপ্তাহের সম্ভাব্য টিআরপিকে নিয়েও। ‘ফড়িং’ বন্ধ হয়ে যাওয়ার পরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শুরু হওয়ার ফলে ‘খেলনা বাড়ি’-এর টিআরপি নম্বর প্রভাবিত হতে পারে বলে অনেকের মনে করেছেন।

এদিকে প্রতিযোগিতায় খুব শীঘ্রই কোমর বেঁধে অংশগ্রহণ করতে চলেছে ‘মন দিতে চাই’ ধারাবাহিক। শুরু হওয়ার সময়ে এই ধারাবাহিক প্রাইম টাইমে স্লট পায়নি। যার ফলে বহু দর্শকের মন খারাপ হয়েছিল। তবে আপাতত চলতি সপ্তাহে ভালো ফল করার মাধ্যমে দর্শকদের মনে আশা জাগাতে পেরেছে ‘মন দিতে চাই’ ধারাবাহিক।

■ সেরা দশ সিরিয়ালের তালিকা:
১. অনুরাগের ছোঁয়া- ৮.৭
২. জগদ্ধাত্রী- ৮.০
৩. খেলনা বাড়ি- ৭.৫
৪. গৌরী এলো/ নিম ফুলের মধু- ৭.৩
৫. রাঙা বউ- ৬.৭
৬. পঞ্চমী- ৬.৩
৭. মেয়েবেলা- ৬.১
৮. সোহাগ জল- ৬.০
৯. হরগৌরী পাইস হোটেল- ৫.৯
১০. গাঁটছড়া- ৫.৮

Related Articles