×

বিধবা বউদির গর্ভে অপর দাদার সন্তান? অবশেষে মুখ খুলল সোহাগ জলের ‘দোষী দেওর’ শুভ্র

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ জল' (Sohag Jol)। এই ধারাবাহিকটি মূলত জুঁই পাল চৌধুরী (Jui Paul Chowdhury) ও শুভ্র চ্যাটার্জি ওরফে শুভ্রর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত।

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকটি মূলত জুঁই পাল চৌধুরী (Jui Paul Chowdhury) ও শুভ্র চ্যাটার্জি ওরফে শুভ্রর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত। ধারাবাহিকে জুঁইয়ের ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও শুভ্রর ভূমিকা অভিনয় করছেন হানি বাফনা (Honey Bafna)। বর্তমানে এই ধারাবাহিকই সাম্প্রতিক প্লটের কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে। ঠিক কী ঘটছে ‘সোহাগ জল’ ধারাবাহিকে?

বর্তমানে ধারাবাহিকে সাম্প্রতিক পর্বগুলো বিধবা বৌদি বেণীর ষড়যন্ত্রকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। ভাসুর সাম্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আজ সে গর্ভবতী। এই অবস্থায় সাম্যের কাছে স্বীকৃতি না পাওয়ায় দেওর শুভ্রকে ফাঁসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেণী। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেণী একদিকে শুভ্রর নামে সিঁদুর পরে এবং অপরদিকে শুভ্র ও জুঁইয়ের ডিভোর্স করতে উঠিপড়ি করে লেগে পড়ে। এই অবস্থায় কাহিনীর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। তাঁরা কাহিনীটিকে কেন্দ্র করে তুলতে শুরু করেছেন প্রশ্ন। কারোর কটাক্ষ, “সোহাগ জল ধারাবাহিক ‘পরকীয়া জল’-এ পরিণত হয়েছে”। কেউ আবার প্রশ্ন করেছেন, ধারাবাহিকে পরকীয়াকে প্রশয় দেওয়া হচ্ছে কেন?

এই প্রশ্ন উঠতেই কাহিনী প্রসঙ্গে মুখ খুললেন ধারাবাহিক অন্যতম প্রধান চরিত্র ‘শুভ্র’ তথা হানি বাফনা। তিনি বললেন, “লেখকের যেটা মনে হয়েছে, তিনি সেটা করেছেন। আমাদের কাজ অভিনয় করা, আমরা সেটা করছি”। এক নেটিজেন ‘বাঙালি পরিবারের এহেন কেচ্ছা’ বলে কটাক্ষ করলে তিনি সেই মন্তব্যের জবাবে বলেন, “প্রত্যেক বাড়িতে গিয়ে দেখার অভিজ্ঞতা আমার নেই। তবে বাঙালি বলে হবেই না, এরও কোনো মানে নেই। হতেও পারে, আবার নাও হতে পারে”।

পর্দায় বেণীর কাণ্ডে শুভ্র বেজায় বিরক্ত হলেও বাস্তবটা একদমই উল্টো। হানি বাফনা ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন সম্পর্ক তিক্ততায় পূর্ণ হলেও অফস্ক্রিন সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। হানির বক্তব্য, “আমরা সেটে সময় পেলেই আড্ডা দি। আবার, মাসে একবার করে সবাই (সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ও) একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করি”।

Related Articles