×

‘আগুন লাগিয়ে দিয়েছ অর্পনদা’, ‘মেয়েবেলা’র ডোডোকে নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

কয়েক মাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা'। এই ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)।

বাংলা ধারাবাহিকের দুনিয়াতে ক্রমাগত‌ই রদবদল ঘটতে থাকে। ছোট পর্দায় বিভিন্ন চ্যানেলে একের পর এক ধারাবাহিক দর্শকদের নিয়মিত বিনোদন জোগানোর এক অন্যতম মাধ্যম। তবে সব ধারাবাহিক‌ই এক সময় শেষ হয় ও তার বদলে শুরু হয় নতুন ধারাবাহিক। কোনো কোনো ধারাবাহিকে যেমন পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা থাকেন, তেমন‌ই কোনো কোনো ধারাবাহিকে উঠে আসে নতুন মুখ। অপরিচিত হলেও নিজেদের কাজের অভিনয়ের মাধ্যমে নতুন কুশলীরাও জনপ্রিয় হয়ে ওঠেন।

এইভাবে প্রথম ধারাবাহিক থেকেই অনেক অভিনেতা-অভিনেত্রীই বিপুল খ্যাতিলাভ করেছে। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে এক নতুন নাম। এতদিন পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেতাদের মধ্যে এমন নির্দিষ্ট কিছুজন ছিলেন যাঁরা দর্শকমহলের মন জয় করে রেখেছিলেন। এবারে তাঁদের জোরদার টক্কর দিচ্ছেন এক নবাগত অভিনেতা।

গত কয়েক মাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। এই অভিনেতা ধারাবাহিকের সম্প্রচার শুরু হ‌ওয়ার পর থেকেই দক্ষ অভিনয় ও সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের নজর কেড়ে নিয়েছেন। ছোট পর্দায় তাঁর এটাই প্রথম কাজ হলেও তিনি দীর্ঘ সময় ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন।

অর্পণ থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। এছাড়াও, তিনি ‘হোস্টেল ডেজ’ ও গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে কাজ করেছেন। চিত্রনাট্য অনুযায়ী, তিনি ধারাবাহিকে শান্ত-দায়িত্ববোধসম্পন্ন-নৈতিক গুণযুক্ত-সত্য ও স্পষ্ট কথা বলা ‘ডোডো’-র চরিত্র খুব ভালোভাবে পেশ করছেন। সব মিলিয়ে অর্পণের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছে। পর্দার পাশাপাশি নেটদুনিয়াতেও তাঁর ফলোয়ার্স সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আদৃত রায়, দিব্যজ্যোতি দত্ত প্রমুখ জনপ্রিয় অভিনেতাদের বদলে অনেকেই এখন অর্পণকে ‘বং ক্রাশ’ হিসেবে অভিহিত করছেন।

Related Articles