×

পরকীয়ার গল্পে বিরক্ত দর্শকরা, বন্ধ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

দর্শকদের দাবি শুরু থেকেই এত পরকীয়া দেখানো হয়েছে এই ধারাবাহিকে যা দিন দিয়ে অসহ্য করা হয়ে উঠেছে।

বাংলা ধারাবাহিক গুলো বর্তমানে মানুষের মনোরঞ্জনের অন্যতম ঠিকানা। কয়েকটি বাংলা চ্যানেল মিলিয়ে একাধিক ধারাবাহিক রয়েছে বাংলায়। তবে সবগুলির মধ্যে স্টার জলসা ও জি বাংলা ধারাবাহিক গুলো বেশি জনপ্রিয়। দর্শকরা এই ধারাবাহিক গুলি দেখতে ভীষণ পছন্দ করে থাকে। তবে কিছু ধারাবাহিক আছে যেগুলো খুবই বিরক্তিকর দর্শকদের কাছে। অতিরিক্ত পরকীয়া দেখানো হয় সেই ধারাবাহিক গুলিতে, এমন মতামত পোষণ করেছেন দর্শকেরা। লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) তৈরি ধারাবাহিক গুলি সেগুলির মধ্যে অন্যতম।

বর্তমানে লীনা গাঙ্গুলীর তৈরি তিনটি সিরিয়াল রমরমিয়ে চলছে স্টার জলসার পর্দায়। যথা; গুড্ডি, বালি ঝড় ও এক্কাদোক্কা। শোনা যাচ্ছে এর মধ্যে একটি ধারাবাহিক শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। সে ধারাবাহিকটি হলো গুড্ডি। ধারাবাহিকের গল্প এমনটাই ইঙ্গিত দিচ্ছে। শুরু থেকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছিল সেই ধারাবাহিককে। দর্শকদের দাবি শুরু থেকেই এত পরকীয়া দেখানো হয়েছে এই ধারাবাহিকে যা দিন দিয়ে অসহ্য করা হয়ে উঠেছে।

অনুজ, শিরিন, গুড্ডি, ও যুধাজিতের সম্পর্কের মধ্যে চলছে বিশাল টানাপড়েন। বেশ কয়েকবার এই ধারাবাহিকে এমন কিছু অশ্লীল দৃশ্য ও ডায়লগ দেখানো হয়েছে যা পরিবারকে সাথে নিয়ে দেখা লজ্জা জনক। সবমিলিয়ে একেবারে ঘেঁটে ঘ এই ধারাবাহিকের গল্প। কয়েক বছর পর গুড্ডি বড় পুলিশ অফিসার হয়ে ফিরেছে। অন্যদিকে অনুজ ও শিরিনের সন্তান জন্ম নিয়েছে। সেও বড় হয়ে গিয়েছে অনেকটা। বর্তমানে অনুজ গুড্ডিকে ভুলে তাঁর একমাত্র ছেলে পুবলুকে নিয়েই জীবনের পথে এগোতে চায়‌। অন্যদিকে পুবলুর সঙ্গে গুড্ডির দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এমনকি নিজের মায়ের থেকেও গুড্ডিকে বেশি ভরসা করছে পুবলু। এক এই গল্প দেখতে দেখতে চটে উঠেছে দর্শকমহল।

এই পর্যন্ত তাও মেনে নেওয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎই গল্পে প্রবেশ হয়েছে এক সাধু বাবার। দর্শকদের একাংশের ধারণা এই সাধুবাবা আসলেই যুধাজিতের বাবা। গুড্ডি ও যুধাজিতের মিল করানোর জন্যই তিনি ছদ্মবেশে এসেছেন। সেই সাথে তার বাবা-মায়েরও মিল হবে বলে ধারণা করছে দর্শক মহল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে সবার মধ্যে মিল দেখিয়ে কি বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক? গল্প যেভাবে দ্রুত এগোচ্ছে তাতে অনুমান করা হচ্ছে হয়তো লেখিকা এই ধারাবাহিক টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকলের মধ্যে হ্যাপি এন্ডিং দেখিয়ে বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। যদিও অফিশিয়ালি এখনো এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

Related Articles