দূরত্ব ভুলে আরও কাছাকাছি সূর্য-দীপা, দার্জিলিং গিয়ে রোম্যান্সে মাতলেন ‘অনুরাগের ছোঁয়া’ জুটি
বর্তমানে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক বেশ চর্চিত। 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa) স্টার জলসা চ্যানেলের (Star Jalsa) এক জনপ্রিয় ধারাবাহিক।

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক বেশ চর্চিত। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) স্টার জলসা চ্যানেলের (Star Jalsa) এক জনপ্রিয় ধারাবাহিক। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় স্থান বানিয়ে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে এই বহুল চর্চিত ধারাবাহিকের টিম পৌঁছে গেছে দার্জিলিং-এ। মূলত দার্জিলিং-এর প্রেক্ষাপটেই দেখানো হবে আগামী কিছু পর্ব। সেই মর্মেই পাহাড়ের দেশে হাজির ‘অনুরাগের ছোঁয়া’।
সেনগুপ্ত পরিবার ও দীপার পরিবার দুই হাজির দার্জিলিং-এর ট্যুরে। যেখানে দীপা দার্জিলিং-এ হাজির হয়েছে রূপাকে নিয়ে। সেখানে সূর্যর প্রথমে দার্জিলিং যাওয়ার কথাই ছিল না। কিন্তু, দীপার বুদ্ধিতে সূর্য দার্জিলিং-এ যেতে বাধ্য হয়। অপরদিকে, ছেলে ও বৌমাকে ভিন্ন ভিন্নভাবে দার্জিলিং হাজির হতে দেখে বেজায় খুশি লাবণ্য।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যা প্রকাশ্যে আসার পরই ভাইরাল (Viral Video) হয়ে গেছে। নিয়মিত দর্শকদের কাছে আগামী পর্বের ঘটনা অজানা নয়। সবাই জানেন যে, ভিডিও রেকর্ড করতে করতে এক অপরের কাছাকাছি চলে আসবে সূর্য ও দীপা। যদিও এরপরে কী ঘটবে তা এখনও জানা যায়নি। অপরদিকে, এই ঘটনা সংক্রান্তই একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে জোর আলোচনা। বিভিন্ন রকমের সম্ভাবনা ভেবে বেশ উত্তেজিত দর্শকরা।
View this post on Instagram
ভাইরাল ভিডিওটি মূলত একটি শুটিং-এর দৃশ্য। কোনো ভক্ত সম্ভব দৃশ্যটি নিজের ফোনে ভিডিও আকারে রেকর্ড করে নেন। ভিডিওটিতে সূর্য ও দীপা দুইজনকে শুটিং-এর পোশাক পরে রোম্যান্টিক বাংলা গানে নাচ করতে দেখা যায়। এই দৃশ্য দেখেই ভক্তদের প্রশ্ন, তাহলে কি দীর্ঘদিন পরে আবার সূর্য ও দীপার রোম্যান্টিক মুহূর্ত দেখতে পাওয়া যাবে? আগামী পর্বে কী হবে জানতে চাইলে অবশ্যই দেখতে হবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক।