প্রিয় জুটির অ্যাওয়ার্ড পেলো সূর্য আর দীপা, ওরফে দিব্যজ্যোতি-স্বস্তিকা, শুভেচ্ছা নেটিজেনদের
ছোট পর্দায় নিজেদের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য দিব্যজ্যোতি ও স্বস্তিকা পেলেন বাংলার সেরা সম্মান 'বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩'।

বর্তমানে চারিদিকে ওটিটিরি চাহিদা বেশি। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) বিভিন্ন ভাষার ও বিভিন্ন ধরণের ওয়েব সিরিজ দেখতে পাওয়া যায়। বর্তমানে ওয়েব সিরিজের চাহিদা যতই ঊর্ধ্বমুখী হোক না কেন, এখনও টেলিভিশন ধারাবাহিকের চাহিদা তুঙ্গে। এখনও ছোট পর্দায় প্রতিনিয়ত একাধিক ধারাবাহিক শুরু হয়। ধারাবাহিকগুলোর মাধ্যমে দর্শকরা নিয়েদের প্রিয় চরিত্রগুলোকে টিভিতে পর্দায় দেখার সুযোগ পান।
View this post on Instagram
টিভিতে ধারাবাহিকের জন্য একাধিক চ্যানেল রয়েছে। এরমধ্যে যদিও স্টার জলসা (Star Jalsa) ও জি বাংলা (Zee Bangla) বেশি জনপ্রিয়। এই চ্যানেলগুলোর মধ্যে কোন ধারাবাহিক বেশি জনপ্রিয় তা সাধারণত ঠিক করা হয় টিআরপি-এর মাধ্যমে। কখনও কখনও পুরস্কার দেওয়ার মাধ্যমেও দর্শক ও বিচারকদের প্রিয় ধারাবাহিক নির্ধারণ করা হয়। অনেক সময় খোঁজ করা হয় দর্শক ও বিচারকদের প্রিয় জুটিও। এবার সেই খোঁজে বেরিয়ে দর্শক ও বিচারকদের বিচারে খুঁজে বের করা হল টেলিভিশনের প্রিয় জুটির নাম।
View this post on Instagram
‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের মিঠাই ও সিদ্ধার্থের জুটি এবং ‘গাঁটছড়া’ (Gaatchhora) ধারাবাহিকের খড়ি ও ঋদ্ধির জুটি যে এমনিতে সবারই প্রিয়, তা তাঁদের অনুরাগীদের ভালোবাসা দেখলেই বোঝা যায়। এবার, এই তালিকাতেই স্থান বানিয়ে নিল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের সূর্য ও দীপাও।অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যের চরিত্রে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) ও দীপার চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। ছোট পর্দায় নিজেদের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য দিব্যজ্যোতি ও স্বস্তিকা পেলেন বাংলার সেরা সম্মান ‘বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩’।
View this post on Instagram
সম্প্রতি, কলকাতার এক পাঁচতারা হোটেলে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত থেকে সেরা অনস্ক্রিন জুটির পুরস্কার পেলেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা। এই ইস্যুটিকে কেন্দ্র করে স্বস্তিকা একটি পোস্টও করেছেন নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে। তিনি সেই পোস্টে দর্শকদের ধন্যবাদ ও ‘অনুরাগের ছোঁয়া’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দিব্যজ্যোতির সঙ্গে দাঁড়িয়ে হাতে পুরস্কার নিয়ে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই বিনোদন জগতের অন্যান্য তারকারা তাঁদের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
এদিন অনুষ্ঠানে স্বস্তিকার পরণে কালো রঙের পোশাক ও ম্যাচিং অক্সিডাইজড কানের দুল দেখা যায় এবং দিব্যজ্যোতিকে কালো শার্ট ও বেইজ রঙের কোট পরে থাকতে দেখা যায়। এছাড়াও, অনুষ্ঠানে সোহিনী সরকারকেও দেখতে পাওয়া যায়। তিনি শ্রীকান্ত ওয়েবসিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। অনুষ্ঠানে তাঁর পরণে কমলা রঙের জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ ও অক্সিডাইজড গয়না দেখতে পাওয়া যায়।