×

অনেক ভুল বোঝাবুঝির পর কাছে এল সূর্য-দীপা, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্ব

স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'।

স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhwoa)। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২২ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে। আজকাল বহু ধারাবাহিককে যেখানে কয়েক মাসের মধ্যেই গুটিয়ে যেতে দেখা যায়, সেখানে ইতিমধ্যে এক বছর পূর্ণ করে ফেলেছে স্টার জসলার এই ধারাবাহিকটি।

‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ (Shree Venkatesh Films)-এর অধীনে প্রযোজিত এই ধারাবাহিটি মূলত সূর্য ও দীপার জীবনকে কেন্দ্র করে আবর্তিত। এই ধারাবাহিকে উল্লিখিত দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিবজ্যোতি দত্ত (Dibojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ (Swastika ghosh)। ধারাবাহিকটি মালয়ালম ধারাবাহিক ‘কারুথামুথু’ (Karuthamuthu)-এর অনুকরণে তৈরি। বিগত কয়েক সপ্তাহ একভাবে টিআরপি তালিকায় শীর্ষস্থানে থেকেছে ধারাবাহিকটি। আসলে কাহিনীতে একের পর এক চমকই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

■ বর্তমানে ধারাবাহিকে কী চলছে?
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য ও দীপার মধ্যে দূরত্ব তৈরি করার মিশকার বিফল প্রচেষ্টা। মিশকা সূর্যকে মদ খাইয়ে নিজের কাছে টানার চেষ্টা করে। কিন্তু তাঁর সেই চেষ্টা নিজের বিরুদ্ধে ও দীপার পক্ষে হয়ে যেতে দেখা গেল। কারণ সূর্য পৌঁছে গেল দীপার গেছে এবং দর্শকরা দীপা ও সূর্যর রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন।

নেশায় আচ্ছন্ন হয়েই সে অনেক না বলা কথা উগলে ফেলে দীপার কাছে। দীপাকে জড়িয়ে ধরে সে দীপার কাছে নিজের আবেগের বহিঃপ্রকাশ করে ফেলে এবং স্বীকার করে নেয় যে, সে দীপাকে এখনও ভালোবাসে। অনেকদিন পর ‘সুদীপা’কে একে অপরের কাছে আসতে দেখে বেজায় খুশি দর্শকরা। মিশকার ষড়যন্ত্র থেকে বিরক্ত হয়ে দর্শকরা কাহিনীর এই মোড়ের আশাই তো করেছিলেন। সেই দাবি চোখের সামনে পূরণ হতে দেখে তা উপভোগ করছেন তাঁরা।

Related Articles