×

সূর্যর কথা ভেবে নিজের সন্তানকে ছেড়ে দেবে দীপা! জমজমাট ট্যুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে

সপ্তাহের পর সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষে বিরাজ করছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)।

সপ্তাহের পর সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষে বিরাজ করছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একের পর এক নয়া মোড়ের মধ্যে দিয়ে কাহিনী পেশ করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে ধারাবাহিকটি। দীপা ও সূর্য কেন্দ্রীক এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ‘সোনা’ ও ‘রূপা’। ফলস্বরূপ, বর্তমানে চারজনকে কেন্দ্র করে জমজমাট কাহিনী দেখা যাচ্ছে ধারাবাহিকটিতে।

স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে এক প্রোমো ভিডিও। প্রোমোর দৃশ্য দেখে কার্যত দুই দলে ভাগ হয়ে গেছে দর্শকরা। প্রোমো দেখে এক পক্ষ যেখানে দাবি করে যে, কাহিনী এবার দীপার পক্ষেই হোক। অপর পক্ষ সেখানে দাবি করে দীপা ও সূর্যের মিল দেখানো হোক।

কী দদেখানো হল প্রোমো ভিডিওতে?
প্রোমো ভিডিওতে দেখা যায় যে, দীপা হঠাৎই সূর্যের বাড়ি গিয়ে পৌঁছেছে। সেখানে গিয়ে হঠাৎ সে সোনাকে ডাকে। এরপরে সোনা তাঁকে ‘ফুলমা’ বলে ডাকতেই দীপা তাকে বলে যে, এবার থেকে সে যেন দীপাকে ‘মা’ বলে ডাকে, ‘ফুলমা’ নয়।

ওই মুহুর্তে দীপার সামনে দাঁড়িয়ে যায় সূর্যের বাবা ও মা। সূর্যের মায়ের চোখ অশ্রুতে ভরে যায় এবং সূর্যের বাবা রীতিমতো হাত জোড় করে দীপার কাছে সোনাকে ভিক্ষা করে। সূর্যের বাবা কাতর আৰ্জি জানিয়ে বলে, “সোনাকে ছাড়া সূর্য বাঁচতে পারবে না। আমি সূর্যর প্রাণ ভিক্ষা করছি”। উত্তরে দীপাও জানায় যে, সোনাকে ছাড়া সে অসম্পূর্ণ। এই অবস্থায় দীপা পড়ে দোটানায়।
প্রশ্ন উঠছে, এবারও কী সূর্যের কথা ভেবে দীপা ‘সোনা’কে সূর্যর জন্য ছেড়ে দেবে? না নেবে এমন সিদ্ধান্ত যা সূর্যের জীবনকে ওলটপালট করে রেখে দেবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের আগামী পর্ব।

Related Articles