×

নিজের জীবন বাজি রেখে সোনাকে বাঁচাল দীপা! জেনে নিন আসল সত্যটা

দার্জিলিং বিশেষ পর্বের জন্য জনপ্রিয়তার শিখরে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) ধারাবাহিক।

দার্জিলিং বিশেষ পর্বের জন্য জনপ্রিয়তার শিখরে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। এই পর্বগুলোতে আউটডোর ভিউর পাশাপাশি বারংবার দীপা ও সূর্যর কাছে এসেও দূরে চলে যাওয়া, সোনা ও রূপার বন্ধুত্বের গভীরতা মন কেড়েছে দর্শকদের। আর তাই হয়তো টিআরপি তালিকায় অক্ষত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অর্জিত স্থান। ‘মিঠাই’ (Mithai) ও ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu) ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকায় প্রথম স্থানে বিরাজমান ‘অনুরাগের ছোঁয়া’।

দার্জিলিং জমজমাট পরিবেশের মাঝেই মিশকার ষড়যন্ত্র যদিও অব্যাহত। সূর্যকে পেতে চাওয়ার নেশায় এবার ছোট্ট বাচ্চাদেরও ক্ষতি করতে পিছপা হচ্ছে না সে। প্রত্যেকবারই মিশকাকে নিজের ষড়যন্ত্রে সফল হয়ে যেতে দেখা যায় এবং ধরাও পড়তে দেখা যায় না। এই অবস্থায় মিশকাকে প্রত্যেকবারই জিততে দেখে এবার বিরক্তি প্রকাশ করছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দর্শকরা।

দর্শকদের এই বিরক্তি সম্প্রতি রীতিমতো প্রকাশ্যে আসতে দেখা গেল। তবে এই বিষয়ে জানার আগে একটু উঁকি মেরে নেওয়া যাক ধারাবাহিকের সাম্প্রতিক ঘটনাবলীতে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাহিনীতে সম্প্রতি মিশকা সোনার অপহরণ করিয়েছে। সূর্য ও দীপা হন্যে হয়ে পাগলের মতো সোনাকে খুঁজে বেড়াচ্ছে। মিশকার ষড়যন্ত্রে সূর্য দীপাকে সোনার অপহরণের জন্য দায়ী করেছে। এমনকি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে সে। লাবণ্যর হস্তক্ষেপে যদিও দীপা বেঁচে যায়। এইসবের মাঝেই রূপা এসে দীপার অপহরণের কথা বিস্তারে জানালে সূর্য ও দীপা দুইজনে মিলে সোনাকে খুঁজতে বেরোয়।

এবার, এই সূত্র ধরেই এক প্রোমোতে দেখা যায়, সোনা ও সূর্য ভিন্নভাবে বেরোলে দীপা সোনার কাছে আগে পৌঁছে যায়। পৌঁছে সে সোনাকে উদ্ধার করে নেয় গুণ্ডাদের কাছ থেকে। কিন্তু এইসবের মাঝে সে আহতও হয়ে যায়। পরে সূর্য ঘটনাস্থলে পৌঁছালে দীপা কিছু বলতে শুরু করার আগেই অজ্ঞান হয়ে যায়। সোনা সূর্যকে সবটা খুলে বললে সূর্য ও দীপার মধ্যবর্তী ভুল বোঝাবুঝি অনেকটাই দূর হয়ে যায়। থামুন থামুন, এখনই খুশি হওয়ার কিছু নেই। কারণ, এটি ধারাবাহিকের আসল প্রোমো ভিডিও নয়, ইউটিউবের এক চ্যানেলের ফ্যানমেড প্রোমো মাত্র। মূলত একটি ইউটিউব চ্যানেল প্রোমোটি বানিয়েছে, যা বর্তমানে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে প্রকৃতপক্ষে কী ঘটতে চলেছে জানতে চাইলে অবশ্যই দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্ব।

Related Articles