নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ‘রানি রাসমণি’ ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়
খুব কম বয়সেই সফলতা অর্জন করেছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

খুব কম বয়সেই সফলতা অর্জন করেছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জি বাংলা চ্যানেলের ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। এরপর একের পর এক কাজের অফার আসতে থাকে তার কাছে। শোনা যাচ্ছে ইতিমধ্যে এই অভিনেত্রী বলিউডেও পা রেখেছেন। ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দা এখন সবেতেই চলছে তাঁর দাপট।
বেশ কিছুদিন ধরে এই অভিনেত্রীর প্রেম নিয়ে চলছে নানারকম জল ঘোলা। অভিনেতা সুহত্রর সঙ্গে বহুবার তার নাম জাড়ানো হয়েছে। যদিও এইসবে খুব বেশি পাত্তা দেননি অভিনেত্রী। কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি হইচই নামক ওটিটি প্লাটফর্মে তাঁর ওয়েব সিরিজ ‘ডাকঘর’ মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটির মাধ্যমে দর্শকদের সামনে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া।
‘ডাকঘর’ ওয়েব সিরিজ অভিনেতা সুহত্রর বিপরীতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। এই জুটির অভিনয় মন কেড়েছে দর্শকদের। এই ওয়েব সিরিজ মুক্তির পর ডাকঘরে একের পর এক চিঠি পাঠিয়েছেন দিতিপ্রিয়ার ভক্তরা। তবে সব ভক্তর না হলেও কিছু ভক্তের চিঠির উত্তর দিয়েছেন অভিনেত্রী। দ্বিতীয়ার এক অনুরাগে তাঁকে বলেছেন, ‘গোটা পশ্চিমবঙ্গের মানুষের ক্রাশ আপনি’। এর উত্তরে দিতিপ্রিয়া বলেন, ‘এত মানুষের ক্রাশ হওয়া সত্বেও আমি এখনও সিঙ্গেল’।
এক অনুরাগে রীতিমতো দাবি জানিয়ে দিতিপ্রিয়ার উদ্দেশ্যে লেখেন, ‘জীবন সঙ্গিনী বানাতে চাই তোমাকে’। এর উত্তরে দিদিপ্রিয়া বলেন, ‘আমাকে নিয়ে সারা জীবনের কথা ভেবে ফেললে। যাক মাঝেমধ্যে এমন কিছু ভাবা উচিত’। এরপরেই এক ভক্তের মেসেজে রিতিমত চমকে উঠেছেন অভিনেত্রী। সেই ভক্তের কথা, ‘খুব জলদি তোমাকে বিয়ে করবো আমি’। ওই ব্যক্তির কথা শুনে একেবারে চোখ কপালে উঠেছে অভিনেত্রীর। ওই কথার উত্তরে অভিনেত্রী বলেন, ‘এত কনফিডেন্স এল কোথা থেকে? এই বিয়ে দুদিনও টিকবে না’। তবে শুধু দিতিপ্রিয়া নয়, সুহত্রকেও কেউ চিঠি লিখেছে অনেকে। সুহত্রর উদ্দেশ্যে একজন লিখেছেন, ‘কি নামে ডাকবো তোমায়’। এর উত্তরে অভিনেতা বলেন,’আমার নাম ধরেই ডাকতে হবে, না হলে হয়তো সাড়া পাওয়া যাবে না’।