×

দুর্দান্ত অভিনয় করেও পাননি যোগ্য সম্মান, মনোজ মিত্রের জীবনী হার মানাবে সিনেমার গল্পকেও

বাংলা বিনোদনের অত্যন্ত প্রতিভাবান প্রবাদপ্রতিম অভিনেতা হলেন মনোজ মিত্র (Monoj Mitra)।

বাংলা বিনোদনের অত্যন্ত প্রতিভাবান প্রবাদপ্রতিম অভিনেতা হলেন মনোজ মিত্র (Monoj Mitra)। এক সময় দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। যদিও এখন বয়সের ভার অনেকটাই তাই আর সেভাবে সিলভার স্ক্রিনে দেখা যায় না এই অভিনেতাকে। কিপটে বুড়ো থেকে খলনায়ক; সব চরিত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। প্রত্যেকটা চরিত্রকেই সমানভাবে ফুটিয়ে তুলতেন এই অভিনেতা।

শুধুমাত্র সিনেমা নয়, সিনেমার পাশাপাশি সিরিয়াল এবং শর্ট ফিল্মেও সমান ভাবে অভিনয় করেছেন মনোজ মিত্র। মনোজ মিত্রের চরিত্র মানেই কৌতুক রসে পরিপূর্ণ। যদিও খলনায়কের চরিত্রতেও বেশ ভালই অভিনয় করতেন তিনি। ৯০ দশকের এই অভিনেতা মনোজ মিত্রর আলাদাই ফ্যানবেস রয়েছে সিনেমা প্রেমীদের কাছে। বর্তমানে মনোজ মিত্র ৮৪ বছর বয়সের কোঠায় দাঁড়িয়ে। যদিও এখন তিনি আর সেভাবে কোনো কাজের সুযোগ পান না। কিন্তু তিনি জানিয়েছেন সুযোগ পেলে তিনি আবারও কাজ করতে রাজি।

প্রবীণ এই অভিনেতা অভিনয় জীবনে নিজের কেরিয়ারে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন। শোনা যায়, বিগত ৬০ বছর ধরে যে বাড়িতে থাকতেন মনোজ মিত্র, ২০১৮ সালে আদালতের নির্দেশেই তাঁকে সেই সেই বাড়ি থেকে নাকি বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, মনোজ মিত্র যে জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলোও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়। এই সমস্যার সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল প্রবিন এই অভিনেতাকে।

প্রবীন এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাটকের রিহার্সাল ঘরের ভাড়া দেননি। দীর্ঘদিন যাবত বাড়ি ভাড়া না দেওয়ার কারণে আদালতের সাহায্যে সেই ঘর খালি করে দেন বাড়ির মালিক। সেই কারণেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়েছিল মনোজ মিত্রকে। নাটকের মঞ্চ থেকে কেরিয়ার শুরু করেন মনোজ মিত্র। নাটক করতে করতে সিলভার স্ক্রিনে অভিনয় করার সুযোগ পান তিনি। একসময় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এই অভিনেতা। যদিও এখন আর তিনি কোনো কাজ করছেন না। বর্তমানে লেখালেখি নিয়েই ব্যস্ত রয়েছেন প্রবীণ এই অভিনেতা মনোজ মিত্র।

Related Articles