×

পোশাক সরতেই উন্মুক্ত চকচকে ফর্সা থাই, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

টলি পাড়ার প্রথম সারির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী।

টলি পাড়ার প্রথম সারির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বাংলা ইন্ডাস্ট্রি অত্যন্ত চর্চিত এবং সমালোচিত একজন অভিনেত্রী তিনি। কোনো না কোনো কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়ে থাকেন এই অভিনেত্রী। অধিকাংশ সময়ে নেতিবাচক কারণেই ভাইরাল হন এই অভিনেত্রী। এছাড়াও তাঁর ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি আবারো শ্রাবন্তী চ্যাটার্জীর একটি ছবি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

শ্রাবন্তী চ্যাটার্জি অধিকাংশ সময় তার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচিত হয়ে থাকেন। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী, কিন্তু কোনো বৈবাহিক সম্পর্কই টেকাতে পারেননি তিনি। এরপরও নানান প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে এই অভিনেত্রীর নামে। শ্রাবন্তীর জিম ট্রেনার থেকে শুরু করে বিভিন্ন মডেল, অভিনেতাদের সাথে নাম জড়িয়েছে শ্রাবন্তী চ্যাটার্জীর। যদিও কখনোই কোনো সমালোচনাকে পাত্তা দেননি এই অভিনেত্রী‌। এমনকি প্রেমের বিষয়েও মুখ খুলতে নারাজ তিনি।

টলিউডের অত্যন্ত পাওয়ারফুল অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া তো ভীষণ অ্যাকটিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই তার ভিডিও, ছবি ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি আবারও শ্রাবন্তী চ্যাটার্জির একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিটিতে শ্রাবন্তীকে একটি সি গ্রীন কালারের থাই স্লিট গাউন পড়া অবস্থায় দেখা গিয়েছে। পুরো গাউন জুড়ে ছিল ফেস-প্রিন্ট। অভিনেত্রী পোশাকের সাথে মানানসই মেকআপ করেছিল। ঠোঁটে ছিল বোল্ড লিপস্টিক। এছাড়া অভিনেত্রীর খোলা চুল ও তার চাহনি অভিনেত্রীকে আরো লাস্যময়ী করে তুলেছিল।

অভিনেত্রী এই ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করেছেন। যদিও ছবির ক্যাপশনে সেরকম কিছু লেখেননি তিনি। শুধু ছবির নেপথ্যে থাকা মানুষগুলোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী তার ডিজাইনার মেকআপ আর্টিস্ট ও স্টাইলারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়া এই ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনুরাগীরা ছবির কমেন্ট সেকশন ভরে তুলেছেন নানান প্রশংসাসূচক মন্তব্যে। একজন অনুরাগী লিখেছেন, ‘আপনি পরীর থেকেও বেশি সুন্দরী’। অন্য একজন লিখেছেন, ‘যতবার দেখি আপনার প্রেমে পড়ে যাই’।

Related Articles