×

নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করলেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না

অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ পূজা ব্যানার্জি

অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ পূজা ব্যানার্জি (Puja Banerjee)। তিনি বাংলাভাষী ও হিন্দিভাষী দুই অভিনয় জগতেই নিজে অভিনয়ের ছাপ ছেড়েছেন। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Film Industry) নায়িকারূপে অভিনয় করার মাধ্যমে তিনি বাংলা সিনেমা জগতে খ্যাতি অর্জন করেছেন এবং হিন্দি টেলিভিশন জগতে মুখ্য চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেছেন। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয়। নিয়মিত ফটো ও ভিডিও আপলোডের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সংযোগ বজায় রাখেন তিনি। এর জেরে তাঁকে খবরের শিরোনামেও থাকতে দেখা যায়।

সম্প্রতি ‘টলি প্ল্যানেট বাংলা’ (Tolly Planet Bangla) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে পূজা ব্যানার্জির (Puja Banerjee) একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে পূজার পরণে দেখা যায় ডার্ক ব্লু রঙের মনোকিনী। হোটেলের নীল সুমিং পুলে স্বচ্ছ নীল জলের মাঝে জলপরীর মতো জলকেলি করতে দেখা গেল হটবম্ব পূজা ব্যানার্জিকে। চুল টাইট করে বেঁধে তিনি কখনও জলের মধ্যে হেঁটে গেলেন, আবার কখনও জলে খোলা চুল ঘুরিয়ে কৌশল দেখালেন। মোহময়ী চাউনি ও বিশেষ অঙ্গিভঙ্গি দেখিয়ে পুরুষ অনুরাগীদের ঘাম ঝরালেন অভিনেত্রী।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘রক্ষক’ (Rakshak) সিনেমার ‘শহর কি লড়কি’ (Shehar Ki Ladki) গান। এই গানটি গেয়েছিলেন গায়ক অভিজিৎ (Abhijit) ও সুর দিয়েছিলেন চন্দ্র দীক্ষিত (Chandra Dixit)। এই জনপ্রিয় হিন্দি গানেতে জলকেলি করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পরিবেশ সৃষ্টি করে পুরুষ অনুরাগীদের ঘাম ঝরালেন অভিনেত্রী পূজা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই একের পর এক মন্তব্য ধেয়ে আসতে দেখা যায়। আগুনের ও ঘাম ঝরার ইমোজিতে ভরে যেতে দেখা যায় পোস্টের কমেন্ট বক্স। এক নেটিজেন লেখেন “আপনি তো জলে আগুন ধরিয়ে দিলেন”। অপর নেটিজেন আবার প্রশংসা করে বলেন, “খুব সুন্দর”। সবমিলিয়ে পূজা ব্যানার্জির এই ভিডিও বর্তমানে চর্চায় রয়েছে।

Related Articles