×

নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন বাঙালি অভিনেত্রী এনা সাহা, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

টলি পাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। বর্তমানে এই অভিনেত্রী এখন অনেকেরই ঈর্ষার কারণ।

টলি পাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। বর্তমানে এই অভিনেত্রী এখন অনেকেরই ঈর্ষার কারণ। অল্প বয়সে এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন। অভিনয়ে এনা যতটা সফল, তার পাশাপাশি প্রযোজনাতেও ততটাই সফলতা লাভ করেছেন তিনি। ইতিমধ্যে এনার প্রযোজিত দুটি সিনেমা যথা, ‘এস.ও.এস কলকাতা’ ও ‘চিনেবাদাম’ মুক্তি পেয়েছে বড় পর্দায় এবং ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ মুক্তির অপেক্ষায়।

বয়স অল্প হলেও এই অভিনেত্রীকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে সোশ্যাল মাধ্যমে। শারীরিক গঠন নিয়ে বহুবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এনা সাহাকে। কিন্তু কটাক্ষকে কখনোই পাত্তা দেননি এই অভিনেত্রী তথা প্রযোজক। সমস্ত কটাক্ষকে উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি আপলোড করে সমালোচকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা তার কিছু ছবি আপলোড করেছেন। সেই ছবিগুলোতে একেবারে পরীর মত লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

এনো সাহা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে যে ছবিগুলো আপলোড করেছেন সেখানে এনাকে বাসন্তী রঙের ডিপনেক টপ এবং ম্যাচিং স্কার্ট পড়া অবস্থায় দেখা গিয়েছে। এই পোশাকের সাথে মানুষের মেকআপ করেছিলেন এনা। ঠোঁটে নিউড লিপস্টিক ও খোলা চুলে সাদা ফুল লাগিয়ে খোলা প্রকৃতির মাঝে নিজেকে লেন্স বন্দি করেছেন এই অভিনেত্রী। ছবিগুলি আপলোড করে এনা তার ক্যাপশনে ইংরেজিতে একটা কথা লিখেছেন যার অর্থ হল, ‘একজন মানুষ কখনো নিজেকে ব্যক্ত করে না, সে আপনাকেই ব্যক্ত করে’।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের দুর্নীতি মামলায় জড়িয়েছে এই অভিনেত্রীর নাম। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে কাজের সুবাদে তার যোগসূত্র পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। তিনি সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছেন, শুধুমাত্র কর্মসূত্রে তিনি কুন্তলকে চিনতেন। তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা লেনদেন ঘটেনি। অভিনেত্রীর কথায়, ‘আমি কুন্তল ঘোষকে চিনতাম। ওঁর সঙ্গে কাজও করেছি। আমার সঙ্গে হাই হ্যালোর সম্পর্ক কুন্তল ঘোষের। প্রসূন গাইন বলে একজনের মিউজিক ভিডিওতে আমি অভিনয় করেছিলাম। সেই ভিডিও কুন্তল ঘোষের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল।’

এছাড়া এনা কুন্তল প্রসঙ্গে আরও বলেন যে, ‘আমার প্রোডাকশন হাউসে একদমই টাকা খাটেনি। কুন্তলকে এক বা দুবার দেখেছি। এর বাইরে দেখিও নি। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত হোক বা কর্মসূত্র হোক, কোনো যোগাযোগ নেই। যারা অভিযোগ তুলছে তারা নিজের মনের মত গল্প করছে। আমার মনে হয় না কোনো লিগাল কিছু নিয়ে সমস্যা আছে। তাহলে তো জানতেই পারতাম।’

Related Articles