সৌন্দর্যের নিরিখে সমস্ত নামি দামি নায়িকাদের হার মানাবে ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি, রইল তাঁর লেটেস্ট ছবি
বিভিন্ন ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সকলে তাঁকে বজরঙ্গি ভাইজানের মুন্নি হিসেবে চিনলেও তাঁর আসল নাম হার্ষালি মালহোত্রা (Harshali Malhotra)।

সিনেমায় কখনো কখনো এমন এমন চরিত্রের দেখা মেলে যেগুলো সিনেমা শেষের পরেও মানুষের মনে লেগে থাকে আজীবন। সেরকমই একটি চরিত্র হলো বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan) সিনেমার সেই ছোট্ট মুন্নির চরিত্র। এই সিনেমার সেই ছোট্ট মুন্নির কথা মনে আছে নিশ্চয়ই সবার। এই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলেছিলেন ৬ বছরের সেই ছোট্ট মুন্নি। তবে এরপর তাঁকে আর সেভাবে সিনেমা জগতে দেখা না গেলেও মাঝে মাঝেই তাঁর দেখা মেলে সোশ্যাল মিডিয়ার পর্দায়।
সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ এবং জনপ্রিয় তিনি। মাঝে মাঝেই তাঁর বিভিন্ন ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সকলে তাঁকে বজরঙ্গি ভাইজানের মুন্নি হিসেবে চিনলেও তাঁর আসল নাম হার্ষালি মালহোত্রা (Harshali Malhotra)। সম্প্রতি হার্ষালির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তাঁর রূপের যাদুতে মুগ্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। এমনকি তাঁর হট ফটো দেখে ঘুম উড়েছে একাধিক তরুণের।
বলিউডের ভাইজানের বিপরীতে অভিনয় করে যেমন ইন্ডাস্ট্রিতে রাতারাতি ভাইরাল হয়েছিল মুন্নি, ঠিক সেরকমই তাঁর কয়েকটি ছবি নেট মাধ্যমে ভাইরাল হতেই ফের তাঁকে নিয়ে জল ঘোলা করতে শুরু করেছে নেট নাগরিকরা। একসময় যেই সালমান খানের বিপরীতে অভিনয় করে দর্শকমহলে নিজের পরিচয় করেছিল ছোট্ট মেয়ে মুন্নি, আজ সেই ছোট্ট মেয়ের কারণেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন বলিউডের ভাইজান সালমান খান।
এই সিনেমাটিতে অভিনয় করার সময় তাঁর বয়স ছিল কেবলমাত্র ৬ বছর। তবে বর্তমানে অনেকটাই বড় হয়ে উঠেছে সেই ছোট্ট মুন্নি। এখন তাঁকে চেনা দায়। বর্তমানে তিনি নিজের সৌন্দর্যে মাতিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়ার টাইম লাইন। তবে এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি ইন্ডাস্ট্রি জুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জনের পরও এরপর আর অভিনয়ের পর্দায় দেখা যায়নি তাঁকে। তাঁকে প্রথমবার অভিনয়ের মঞ্চে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে তিনি বড় হয়ে একজন বড়ো মাপের অভিনেত্রী হবেন। তাঁকে বর্তমানে অভিনয়ের মঞ্চে দেখা না গেলেও নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।