×

Bajrangi Bhaijaan Munni : সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও দশ গোল দেবে ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি, রইল ছবি

সলমন খানের সঙ্গে 'বজরঙ্গি ভাইজান' ছবিতে ছোট্ট মুন্নির অভিনয়েও মুগ্ধ হয়েছিল গোটা দেশ।

Bajrangi Bhaijaan Munni :  ‘বজরঙ্গি ভাইজান’ ( Bajrangi Bhaijaan Munni )-এর ‘মুন্নি’ আজ আর ছোট নেই, বেশ বড়ো হয়ে গেছে। সিনেমার মুখ্য চরিত্র ‘পবন’ (Pawan)-এর পিঠে চড়া ছোট্ট ‘মুন্নি’ (Munni) আজ সুন্দরী কিশোরীতে পরিণত হয়েছে। সিনেমাটির দৌলতে ‘মুন্নি’ বর্তমানে দেশে ও বিদেশে পরিচিতি লাভ করেছে। সিনেমাটিতে ‘মুন্নি’-এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছিলেন দর্শকরা। সেই মুন্নির এখন কী খবর জানেন?

Bajrangi Bhaijaan Munni

রকলিন ভেঙ্কটেশ ও সলমন খানের প্রযোজনায় এবং কবির খানে পরিচালনায় তৈরি হয়েছিল সিনেমাটি। ওই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১৭ই জুলাই তারিখে। পুরো সিনেমাটি মূলত ‘মুন্নি’ ও ‘পবন’কে কেন্দ্র করে আবর্তিত। এই দুই চরিত্রে অভিনয় করেন যথাক্রমে হর্ষালি মালহোত্রা ও সলমন খান (Salman Khan)।

আরও পড়ুন : রূপের যাদুতে নামি দামি টলিউড নায়িকাদেরও টেক্কা দেবে তাপস পালের মেয়ে, রইল তাঁর ছবি

সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ (Film Fare Award), ‘স্ক্রিন অ্যাওয়ার্ড’ (Screen Award) সহ একাধিক পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়াও তিনি ২০২২ সালে ভারত রত্ন ডাঃ আম্বেদকর অ্যাওয়ার্ড’ও (Bharat Ratna Dr Ambedkar Award) পান। সিনেমাটি যখন মুক্তি পায়, তখন হর্ষালির বয়স ছিল মাত্র ৬ বছর। আজ সেই হর্ষালির বয়স ১৫ ছুঁইছুঁই হয়ে গেছে।

Bajrangi Bhaijaan Munni

‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত হর্ষালি মালহোত্রা (Harshali Malhotra) জন্মগ্রহণ করেন ২০০৮ সালের ৩রা জুন তারিখে। মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক পাঞ্জাবি হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেন তিনি। হর্ষালির এটাই প্রথম প্রজেক্ট ছিল না। বজরঙ্গি ভাইজানে অভিনয় করার আগে তাঁকে ইতিমধ্যে ‘কুবুল হ্যা’ (Qubool Hai) , ‘লট আও তৃষা’ (Laut Aao Trisha), ‘সাবধান ইন্ডিয়া’-এর মত টেলিভিশন ধারাবাহিক ও শোয়ে দেখা গিয়েছিল।

Bajrangi Bhaijaan Munni :

হর্ষালি বর্তমানে অভিনয় জগতে আর তেমনভাবে সক্রিয় নন। তিনি বর্তমানে নিজের পড়াশোনার দিকে মন দিয়েছেন। তবে বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী। প্রায়শই ফটো ও ভিডিও পোস্ট করতে থাকেন নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে। কিছুদিন আগে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল সৃষ্টি করে দিয়েছিল। ভিডিওটিতে কালো শর্ট ড্রেস ও হালকা মেকআপে হর্ষালিকে দেখতে এতই সুন্দর লাগছিল যে নেটিজেনদের চোখ সরানো দায় হয়ে পড়েছিল।

Related Articles