Web Series : সাহসীকতার সমস্ত সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন করবেন না
কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ হয়েছিল, নাম ছিল 'বদন' (Badan)। ওয়েব সিরিজটি মূলত উল্লু ওটিটি প্ল্যাটফর্মের।

Web Series : করোনা পূর্ববর্তী সময়ে বাড়িতে বসে টিভিতে সিনেমা বা ধারাবাহিক দেখা এবং সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার প্রচলন বেশি ছিল। কিন্তু করোনা অতিমারীতে মানুষ যখন ঘরবন্দি হল, ভারতে তখন মাথা চাড়া দিয়ে উঠল এক বিশেষ বিভাগ, নাম ওয়েব সিরিজ। করোনা পূর্ববর্তী সময়ে ওয়েব সিরিজের অস্তিত্ব থাকলেও তখন এই বিভাগটি খুব একটা জনপ্রিয় ছিল না। কিন্তু, লকডাউনে চার দেওয়ালে আবদ্ধ হওয়ার পরে এই ওয়েব সিরিজের চাহিদা বাড়তে শুরু করে।
Web Series :
ভারতে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ রয়েছে। নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime), জিও সিনেমা (Jio Cinema), হটস্টার (Hotstar), এমএক্স প্লেয়ার (MX Player), উল্লু (Ullu) প্রভৃতি অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোতে রমকম থেকে শুরু করে ক্রাইম থ্রিলার সব রকমের শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজ দেখতে পাওয়া যায়। এই প্ল্যাটফর্মগুলোতে শুধুমাত্র সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাই থাকে না, নিজস্ব কিছু কন্টেন্টও থাকে। এই কন্টেন্টগুলো কখনও দর্শকদের প্রশংসা কুড়ায়, আবার কখনও কটাক্ষের শিকার হয়।
এখানে দেখুন : Mx player এর সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
Web Series :
কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ হয়েছিল, নাম ছিল ‘বদন’ (Badan)। ওয়েব সিরিজটি মূলত উল্লু ওটিটি প্ল্যাটফর্মের। এই ওয়েব সিরিজটি প্রকৃতিতে অ্যাডাল্ট ওয়েব সিরিজ। যৌনতার দৃশ্যে পরিপূর্ণ এই ওয়েব সিরিজের ট্রেলারে প্রত্যেক মুহূর্তে সাহসী দৃশ্য রয়েছে। তাই ভুলেও এই ট্রেলারটি পরিবারের সামনে দেখবেন না। এই ওয়েব সিরিজটি মূলত লালসা কীভাবে মানুষের জীবনকে ওলটপালট করে দিতে পারে, এই গল্পের উপর ভিত্তি করে তৈরি।
Web Series Video :
ওয়েব সিরিজের ট্রেলারটি প্রকাশ্যে আসে পরে হুলিয়ে শেয়ার হয়। ফলস্বরূপ, ওই ট্রেলার অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যায়। উল্লুতে এই ওয়েব সিরিজটি ইতিমধ্যে ২১শে মার্চ তারিখে শুরু হয়ে গেছে।