×

মিঠাই সিরিয়াল থেকে বাদ পড়লেন ‘দিদিয়া’ কৌশাম্বী! ‘শ্রীনন্দা’র ভূমিকায় আসছে এই অভিনেত্রী

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই (Mithai)।

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই (Mithai)। ৩৪ সপ্তাহ টানা টিআরপি লিস্টে এক নম্বরে থাকা এই ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। দু’বছর হয়ে গিয়েছে এই ধারাবাহিকটি এখনো দর্শকদের বিনোদন জুগিয়ে চলেছে। এই ধারাবাহিকে প্রধান দুটি চরিত্র মিঠাই ও সিদ্ধার্থ। তবে শুধু মিঠাই বা সিদ্ধার্থ নয়, এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই খুবই জনপ্রিয়। বিশেষ করে মোদক পরিবারের হল্লা পার্টির সদস্যরা। তবে ইদানিং বেশ কিছু চরিত্রকে আর মিঠাইয়ের পর্দায় দেখা যাচ্ছে না। মিঠাইয়ের নতুন ট্র্যাক আসার পরে একে একে বহু অভিনেতা ছেড়ে গিয়েছেন এই ধারাবাহিক।

মিঠাইয়ের মৃত্যু এবং তারপর শাক্যর টিচার হয়ে মিঠির প্রবেশ গল্পের ট্র্যাক অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। যার ফলে এখন মিঠাইয়ের শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে সিদ্ধার্থের কাকা, কাকিমা, স্যান্ডি, পিঙ্কিজিদের আর দেখা মিলছে না। কয়েক মাস আগেই এই ধারাবাহিক ছেড়েছেন পিসিমণিও। তবে শোনা যাচ্ছে এবার নাকি সিরিয়াল ছেড়ে দিচ্ছেন দিদিয়া। এই খবর প্রকাশে আসতে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু করেছে মিঠাইয়ের অনুরাগীরা।

দিদিয়া অর্থাৎ সিদ্ধার্থের দিদির ভূমিকায় অভিনয় করছিলেন কৌশাম্বী চক্রবর্তী (Koushambi Chakraborty)। যদিও এই ধারাবাহিক শুরু হওয়ার এক মাসের মধ্যেই এই দিদিয়ার চরিত্রের মুখ বদল করা হয়েছিল। মিঠাই ধারাবাহিকের শুরুতে ‘দিদিয়া’ ওরফে ‘শ্রীনন্দা’ চরিত্রটিতে অভিনয় করছিলেন প্রিয়ম চক্রবর্তী। এই ধারাবাহিক চলাকালীন প্রিয়ম প্রেগন্যান্ট হয়ে পড়ায় তাঁকে ধারাবাহিক ছেড়ে দিতে হয়। তার জায়গায় আসে কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিক থেকে প্রিয়ম চলে গেলেও মিঠাই ধারাবাহিকের অনুরাগীরা তাকে আজও মিস করে। সন্তান জন্ম দেওয়ার পর প্রিয়ম আবার অভিনয়ে ফিরে এসেছেন। ‘লালকুঠি’ এবং ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়মকে। কানাঘুষো শোনা যাচ্ছে আবার নাকি মিঠাই ধারাবাহিকের ফিরতে চলেছেন প্রিয়ম।

মিঠাইয়ের একটি ফ্যান পেজ থেকে মিঠাইয়ের দিদিয়ার চরিত্র নিয়ে আলোচনা চলছি মিঠাই অনুরাগীদের মধ্যে। সেখানেই একটি প্রশ্ন তোলা হয় দিদিয়া অর্থাৎ শ্রীনন্দার চরিত্রে প্রিয়ম নাকি কৌশাম্বী, কাকে বেশি মানায়? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ অনুরাগী মন্তব্য করে জানায় যে প্রিয়মকেই দিদিয়া চরিত্রে বেশি ভালো মানাত কৌশাম্বির থেকে। অধিকাংশ দর্শক মন্তব্য করে জানায় যে প্রিয়মকে আবার মিঠাই ধারাবাহিকে ফিরিয়ে আনা হলে বেশি ভালো হয়। কারণ কৌশাম্বিকে সিদ্ধার্থের দিদি হিসেবে মানায় না। বাস্তবে বাস্তবে কৌশাম্বী ও আদৃতের সম্পর্ক নিয়ে তুমুল গুঞ্জন চলছে টলিপাড়ায়। যদিও দুই সহকর্মী এই ব্যাপার নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

Related Articles