‘উল্টে দেব পাল্টে দেব, সুযোগ পেলেই সাল্টে দেব’, প্রকাশ্য মঞ্চে প্রসেনজিতকে নিয়ে বেঁফাস মন্তব্য অর্পিতার, ভাইরাল ভিডিও
১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ অর্পিতার।

নব্বইয়ের দশকে টলিউডে একের পর এক বাংলা ফিল্মে অভিনয় করেছেন বাংলার সব টপ নায়িকারা। যাঁদের মধ্যে রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, অর্পিতা চ্যাটার্জী, রচনা ব্যানার্জি। আজকে আমাদের আলোচ্য বিষয়, বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে। যার আরেকটি পরিচয় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বউ হিসেবে। ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ বাংলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ অর্পিতার।
এরপর ২০০২ সাল থেকে জুটি বাঁধতে শুরু করেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prasenjit Chatterjee)-এর সঙ্গে। এরপর থেকেই তাঁদের প্রেম টলিউডের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। শেষে পরিণতি হয় বিয়েতে, অনেকেরই ধারণা ছিল প্রসেনজিতের আর তিনটে বিয়ের মতো তাঁদের বিয়েটাও ভেঙে যাবে। কিন্তু সে গুঁড়ে বালি। এক সন্তানকে নিয়ে জমিয়ে সংসার করছেন তাঁরা। ছেলেও এখন অনেকটাই বড়, বিদেশে পড়াশোনা করছে। নাম তাঁর তৃষানজিৎ। বিয়ের পর সেভাবে আর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি অর্পিতাকে। কিন্তু কেন অভিনয় ছেড়ে দিলেন অর্পিতা? জানালেন অভিনেত্রী নিজেই।
কিছুদিন আগে ‘দিদি নাম্বার ১’ (Didi no 1) এর একটি এপিসোডে দেখা যায় অভিনেত্রী কে। শো চলাকালীন শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি অর্পিতা কে বুম্বাদার সম্পর্কে জিজ্ঞেসা করলে তিনি বুম্বাদাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। যা খানিকক্ষণের জন্য স্তব্ধ করে দেয় সবাইকে। ‘দিদি নাম্বার ১’-এর একটি মজাদার খেলা হল ‘হেডফোন রাউন্ড’। খেলার নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের কানে হেডফোন থাকবে যেখানে খুব জোরে গান বাজবে। আর দূর থেকে রচনা ব্যানার্জির মুখ থেকে বলা কিছু শব্দ প্রতিযোগিতাদের লিপ দেখে আন্দাজ করে চিনতে হবে।
সাধারণভাবে অর্পিতাকেও সেই রাউন্ডে অংশগ্রহণ করতে হয়। তখন রচনা অর্পিতাকে জিজ্ঞেস করেন, ‘বুম্বাদাকে কি বলতে ইচ্ছে করছে? এই প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, “উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলেই মাল সাল্টে দেব”। অর্পিতার মুখে এই কথা শুনে হাসিতে ফেটে পড়ে ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চ। আসলে এমএলএ ফাটাকেষ্ট গানটি চলছিল তাঁর কানে তখন। সম্প্রতি ইউটিউবে ‘Doli Official’ নামক চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যেই ১১ হাজার ভিউজের সংখ্যা ছাড়িয়েছে।