×

Arijit Singh : মঞ্চে গান গাইতে উঠে তুমুল বৃষ্টিতেও থামলো না অরিজিৎ সিংয়ের কণ্ঠ, ভাইরাল ভিডিও

অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের এক অন্যতম জনপ্রিয় গায়ক।

Arijit Singh : অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের এক অন্যতম জনপ্রিয় গায়ক। তিনি বর্তমানে সঙ্গীত জগতের শীর্ষে অবস্থান করছেন এমন কথা বলাই যায়। অরিজিতের আলাদা ধরণের কণ্ঠস্বর ও যেভাবে তিনি আবেগ দিয়ে গান গেয়ে থাকেন তার জন্য‌ই তিনি এই বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন।

Arijit Singh :
Arijit Singh

তবে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করার পরে তবেই তিনি এই খ্যাতিলাভ করেছেন। ২০০৫ সালে সোনি চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ কিশোর অরিজিৎ অংশগ্রহণ করেছিলেন, এই শোয়ের মাধ্যমেই প্রথম তাঁর গান দেশবাসীর কাছে পৌঁছে যায়। পরিচিতি পেলেও এই প্রতিযোগিতায় তিনি জিততে পারেননি। এরপরে বেশ কিছু কাজ করার পর ধীরে ধীরে নিজের জায়গা তিনি তৈরি করে নিতে থাকেন।

Arijit Singh :

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijitsingh)

২০১৩ সালে হিন্দি সিনেমা ‘আশিকি টু’- এর মাধ্যমে অরিজিৎ ( Arijit Singh ) মূলত প্রবলভাবে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় এক দশকের‌ও বেশি সময় ধরে তিনি বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রিকে একের পর এক দারুণ দারুণ গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছেন। প্লেব্যাক গায়ক হিসেবে গান গাওয়া ছাড়াও অরিজিৎ দেশে-বিদেশে বহু জায়গায় প্রচুর লাইভ অনুষ্ঠান করে থাকেন। সম্প্রতি এমন‌ই এক অনুষ্ঠানে অরিজিতের আচরণ সকলের মন জয় করেছে।

Arijit Singh Viral Video :

গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে লাইভ অনুষ্ঠান করতে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ সিং। ওই এলাকায় ঝড়-বৃষ্টি চলাকালীন‌ও নিজের পারফরম্যান্স থামিয়ে দেননি গায়ক। বহুপ্রতীক্ষিত এই অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজেই এইদিন একের পর এক জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে উপস্থিত প্রায় ১৪,০০০ শ্রোতারাও প্রিয় গায়কের গান বৃষ্টিতে ভিজতে ভিজতেই শুনেছেন। উল্লেখ্য এই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles