শেষ হয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, নতুন রূপে পর্দায় কামব্যাক করছেন অপরাজিতা আঢ্য
'লক্ষী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকটি জি বাংলায় অল্প কয়েকদিন হল শুরু হয়েছে, যেখানে অপরাজিতার অভিনয় ছিল নজরকাড়া।
নতুনদের ভিড়ে পুরনো একেবারে শিশু অবস্থাতেই বিদায় নিচ্ছে। কি ভাবছেন কার কথা বলছি! অবশ্যই সিরিয়াল! জি বাংলা এবং স্টার জলসার ঠান্ডা লড়াইতে বেচারা ভুগতে হচ্ছে পুরোনো ধারাবাহিক গুলিতে। জমিয়ে আসর করার আগেই বলি হয়ে যাচ্ছে ধারাবাহিক গুলি। তার মধ্যে বেশিরভাগ ধারাবাহিকই শুরু হওয়ার কয়েকদিন পরেই শেষ হয়ে যাচ্ছে। আসলে সোনার সিংহাসনে বসে আছে টিআরপির। তার সিংহাসনে রাজ করার জন্যই এত লড়াই, ঝগড়া।
নতুন নতুন ধারাবাহিক আসছে, আর জায়গা ছেড়ে দিতে হচ্ছে পুরোনো ধারাবাহিকগুলিকে। তার মধ্যে কেউ চার মাস রাজত্ব করেই শেষ হয়ে যাচ্ছে। টলিউডের দুষ্টু মিষ্টি অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত জি বাংলার ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটি জি বাংলায় অল্প কয়েকদিন হল শুরু হয়েছে, যেখানে অপরাজিতার অভিনয় ছিল নজরকাড়া। টিআরপিরতেও এই ধারাবাহিকের ভালই রাজত্ব ছিল। কিন্তু খুব তাড়াতাড়ি বিদায় জানাতে হচ্ছে লক্ষী কাকিমাকে।
আর এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রায় এক বছরের যাত্রার ইতি। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। প্রায় ১ বছরের মায়া, ছেড়ে ফেলা যে খুবই কঠিন। সেই কারণে শেষ দিনের শ্যুটিং শেষে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অপরাজিতা। এই সিরিয়ালের মাধ্যমেই প্রথমবার দর্শক পেয়েছে অপরাজিতা আর দেবশঙ্কর হালদারের জুটিকে। শুটিংয়ের শেষবেলায় সকলের সঙ্গে ছবি দিয়ে মনের ভাব ব্যক্তও করছিলেন অভিনেত্রী। প্রায় পাঁচ বছর পর সিরিয়ালে ফিরেছিলেন তিনি। তাও বেশিদিন টিকল না। তবে কি আর ছোট পর্দায় দেখা যাবে না তাঁকে?
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অপরাজিতা বলেন, “এক একটা সময় এক এক রকম ট্রেন্ড হয়। আগে সিরিয়াল দু’বছর-চার বছর ধরে। এখন যে ধারাটা তৈরি হয়েছে মাত্র চার মাসেই শেষ। তবে আমি কয়েক মাসের মধ্যেই আবারও ছোট পর্দায় ফিরব। তিন-চার মাসের মধ্যেই ফিরব নতুন সিরিয়ালে আশা করছি।” খুব শীঘ্রই আগামী ছবি ‘দিলখুশ’-এ দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই জি বাংলার নতুন গেমশো ‘ঘরে ঘরে জি বাংলা’ তে সঞ্চালিকার ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাঁর সঙ্গে আছেন আরও একজন অভিনেতাও, বিশ্বনাথ বসু। তাঁকেও দীর্ঘ কয়েক বছর পর ছোটপর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।