কেন বিরাট কোহলিকে বিয়ে করেছেন অনুষ্কা শর্মা? ৬ বছর পর আসল কারন ফাঁস করলেন অভিনেত্রী
ভারতের অন্যান্য পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

ভারতের অন্যান্য পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে পছন্দ করে না এই তারকা জুটি। বরাবরই লাইম লাইট থেকে নিজেদের অনুভূতি দূরে রেখেছেন এই তারকা জুটি। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় আলাপ হয় বিরাট ও অনুষ্কার। এরপর তাদের সম্পর্কে ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। ২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন বিরাট-অনুষ্কা।
বিয়ের পর কেটে গিয়েছে পাঁচ বছর। এক কন্যা সন্তানের জন্ম হয়েছে বিরুষ্কার ঘরে। বিরাট ও অনুষ্কার মেয়ের নাম ভামিকা। এতদিন নিজেদের ব্যক্তিগত জীবন রাখ ঢাক রাখলেও সম্প্রতি মাঝেমধ্যে একে অপরকে নিয়ে সবর হচ্ছেন এই তারকা জুটি। এখন মাঝেমধ্যে এই জুটিকে তাদের প্রেম, প্রথম দেখা এবং সংসার জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যাচ্ছে। যদিও বিরাট একাধিকবার তাঁর আর অনুষ্কার অজানা প্রেম কাহিনী শেয়ার করেছেন।
অনুষ্কার প্রথম প্রেমে পড়া নিয়ে বিরাট বলেছিলেন, “আমি সকলের সঙ্গে হাসি-মজা-ঠাট্টা করতে ভালবাসি, অনুষ্কার সঙ্গেও করেছিলাম। অনুষ্কা হঠাৎ বলে ওঠে, সে এমন একজন মানুষকে প্রথম দেখল, যে ছোটবেলায় ঘটে যাওয়ার ঘটনা নিয়ে এত সহজে মজা করতে পারে। তারপর থেকেই আমাদের কানেকশন।” তবে সত্যিই কেন প্রেমে পড়েছিলেন অনুষ্কা সেই খবর সম্প্রতি সামনে এসেছে।
বিরাট সম্বন্ধে অনুষ্কা জানিয়েছেন, বিরাটের স্মৃতিশক্তি তুখোড়। আর সেটা দেখেই মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। প্রথম সারির এক শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে একে অপরের কাছাকাছি এসেছিলেন বিরাট ও অনুষ্কা। তারপর থেকে এই জুটিকে নিয়ে শুরু হয়ে যায় নানান গুঞ্জন। বিভিন্ন জায়গায় একসাথে দেখা যায় এই জুটিকে। বর্তমানে গোটা ভারতবাসীর চোখে বিরুষ্কা জুটি আদর্শ জুটি হিসেবে পরিচিত।