দীপাকে খুন করতে মিশকা এলো দীপার বাড়ি, সঙ্গে সঙ্গে পৌঁছালো সূর্য-লাবণ্য, জমজমাট টুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে
বর্তমানে স্টার জলসার (Star Jalsha) 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) ধারাবাহিকের চিত্রনাট্যে একের পর এক চমক ঘটেই চলেছে।

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের চিত্রনাট্যে একের পর এক চমক ঘটেই চলেছে। দীপার ইচ্ছে না থাকলেও লাবণ্য রূপার পরিচয় জেনে যাওয়ার পর সূর্য রূপার দায়িত্ব ব্যাপারে দীপা যেন আর বাধাপ্রদান না করে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছিলেন। ইতিমধ্যেই দেখা গিয়েছে যে সরস্বতী পুজোর দিনে সূর্যের হাত ধরে সেনগুপ্ত বাড়িতে প্রথম পা রাখে ছোট্ট রূপা। কোনো কিছু না জানলেও যমজ বোন সোনার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং সূর্যও রূপাকে খুব ভালোবেসে ফেলেছে।
পুজোর পর ফিরে যাওয়ার আগে রূপার ব্যাগে সোনা ভুল করে সূর্যের ডিএনএ টেস্টের রিপোর্ট ঢুকিয়ে দেয়। এইদিকে, রিপোর্ট খুঁজে না পেয়ে মিশকা রেগে যায়। ছোট্ট সোনাকে সে চড় মারতে গেলে সূর্য ওই স্থানে উপস্থিত হয় ও মিশকার হাত ধরে তাকে আটকে দেয়। নিজের মেয়ের প্রতি মিশকার এমন ব্যবহার দেখে তাকে সেনগুপ্ত বাড়ি থেকে বেলিয়ে যেতে বলে সূর্য।
কোনোরকমে এই পরিস্থিতি তখনকার মতো সামলে নেয় মিশকা। তবে এরপরে যে সূর্যের মন জয় করা সম্ভব হবে না স্পষ্ট। অন্যদিকে, ফাইল খুঁজে না পেয়ে সূর্য রূপাকে ফোন করলে সেই ফোন দীপা ধরে। সেইখানেও এক বড়ো চমক অপেক্ষা করে রয়েছে। আসন্ন পর্বে দেখা যেতে চলেছে লাবণ্য ও প্রবীর কাউকে কিছু না জানিয়ে আরেক নাতনি রূপার সঙ্গে দেখার জন্য লুকিয়ে দীপার বাড়িতে উপস্থিত হতে চলেছে।
এই বিষয়টি জানতে পেরে লাবণ্যকে আটকানোর উদ্দেশ্যে সূর্যকে নিয়ে ঊর্মি দীপার বাড়িতে হাজির হবে। এই সময়েই রাতের বেলা যখন মা-মেয়ে অর্থাৎ দীপা-রূপা একসঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে তখনই মুখ ঢেকে দীপাকে খুন করার জন্য গোপনে ওই বাড়িতে ঢুকে পড়বে মিশকা। অর্থাৎ, আসন্ন পর্বে সবাই মুখোমুখি হতে চলেছে, এই দিনেই হয়তো সকলের সামনে সব সত্যি উন্মোচিত হয়ে যাবে।