মিশকার ফন্দিতে কিডন্যাপ হল সোনা, দূরত্ব বাড়ল সূর্য-দীপার, নতুন ট্যুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’তে
স্টার জলসা জনপ্রিয় একটি ধারাবাহিক হলো 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)।

স্টার জলসা জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একের পর এক চমকে জমে উঠেছে এপিসোড। দর্শকদের এখন একটাই প্রশ্ন যে কবে আবার এক হবে সূর্য-দীপা? ভাগ্যের ফেরে সূর্য-দীপা বারবার মুখোমুখি হলেও তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি এখনও রয়েই গিয়েছে। গোটা দর্শক মহল অপেক্ষা করে রয়েছেন কবে সোনা-রূপার পরিচয় ফাঁস হয়ে সূর্য-দীপার মিল হবে। যারা দীর্ঘদিন ধরে ধারাবাহিকটি দেখছেন তাঁরা জানেন যে সোনাকে দীপার থেকে আলাদা করে সিদ্ধান্ত নিয়েছে সূর্য। সে দিক থেকে দেখলে সোনার সাথে আর কখনো দেখা হবে না রূপারও। তবে দর্শকরা জানে এমনটা ঘটবে না। গল্পের মোর ঠিক ঘুরবেই।
‘অনুরাগের ছোঁয়া’র টিম সম্প্রতি পৌঁছে গিয়েছে দার্জিলিঙে শুটিংয়ের জন্য। জোর কদমে সেখানে চলছে শুটিং। এরই মধ্যে অনুরাগের ছোঁয়ার একটি প্রমো প্রকাশিত হয়েছে। সোশ্যাল মাধ্যমে সেই প্রমো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রমোতে দেখানো হয় যে দীপা রুপাকে নিয়ে ও সূর্য সোনাকে নিয়ে দার্জিলিংয়ে একই হোটেলে উঠবে। কিন্তু সেটা তাঁরা কেউই জানে না। যদিও সোনা রূপা দুজনেই জানে যে তারা একসাথে দার্জিলিং যাচ্ছে। কিন্তু কেউ কারুর বাবা মাকে বলেনি। ট্রেনের মধ্যে সোনা ও রূপা আলাদাভাবে দেখা করে। যদিও পড়ে সূর্য দীপা দুজনেই জানতে পারে যে তাঁরা দার্জিলিং যাচ্ছে একসাথেই।
আগামীকাল অর্থাৎ সোমবার জমজমাট এপিসোড হতে চলেছে। সূর্য অধিকার মধ্যে এক সুন্দর মুহূর্ত তৈরি হবে আগামীকাল। সেই মুহূর্তে দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করা থাকলেও সেই মুহূর্তর ভালো লাগা ক্ষণস্থায়ী। কারণ দার্জিলিংয়ে মিশকা রয়েছে সেনগুপ্ত পরিবারের সাথে। নিষ্কা ষড়যন্ত্র ওলটপালট হয়ে যাবে অনেক কিছু। সম্প্রতি প্রকাশিত প্রমোতে তেমনটাই দেখানো হয়েছে।
স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র যে প্রোমোটি প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় মিশকা ষড়যন্ত্র করে সোনাকে কিডন্যাপ করায়। এজন্য সূর্যর কাছে দীপাকে দোষী প্রমাণ করে। সাধারণভাবেই সূর্য আবারো দীপাকে ভুল বোঝে। সম্পূর্ণ ভিডিওটিতে দেখা যায় যে মিশকা একজনকে দীপার মত সাজিয়েছে এবং সোনা ফুলমা ফুলমা ডাকতে ডাকতে তার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু সেই মহিলা কিছুতেই দাঁড়াচ্ছে না। অন্যদিকে সূর্য দীপাকে বলে ‘তুমি আমার সোনাকে কোথায় রেখেছো?’ সূর্য থেকে এমন প্রশ্ন শুনে ঘাবড়ে যায় দীপাও। এরপর সূর্য ও দীপা দুজনে মিলেই সোনা কে খুঁজতে থাকে কিন্তু তাঁরা সোনাকে কিছুতেই খুঁজে পায় না। এরপর ছদ্দবেশী ওই মহিলা সুযোগ বুঝে সোনাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
কিন্তু কাহানির টুইস্ট এখনও বাকি। এই পুরো ঘটনাটা দেখে ফেলে রূপা। শোনার পিছনে যাচ্ছিল তাঁকে ডাকতে ডাকতে। কিন্তু রেপা এটা বুঝতে পারেনি যে সোনা কেনো অচেনা লোকের সাথে গাড়িতে উঠে পড়েছে। অন্যদিকে সূর্য সোনাকে খুঁজে না পেয়ে পুলিশ ডাকে আর দীপাকে দেখিয়ে বলে দেয় যে দীপা তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এরপর কি হবে? কিভাবে সোনাকে খুঁজে পাবে সূর্য? আর দীপারই বা কি হবে? এই সবকিছু জানতে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসার পর্দায়।