প্রকাশ্য মঞ্চে শাহরুখ-দীপিকার ‘বেশরম রঙ’ গান গেয়ে তাক লাগালেন দীপা, ভাইরাল ভিডিও
বর্তমানে চর্চায় থাকা অন্যতম টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

বর্তমানে চর্চায় থাকা অন্যতম টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের দৌলতে দীপা তথা স্বস্তিকা ঘোষ ও সূর্য তথা দিব্যজ্যোতি দত্তর (Dobyojyoti Dutta) নাম ধারাবাহিক প্রেমীদের মুখে মুখে। থাকবে নাই বা কেন, বিগত দুই মাস ধরে ধারাবাহিকটি টিআরপি তালিকায় (TRP List) শীর্ষস্থান অধিকার করে রেখেছে।
স্বস্তিকা ঘোষ জন্মগ্রহণ করেন ১১ই সেপ্টেম্বর তারিখে ২০০২ সালে। টেলিভিশন জগতে স্বস্তিকা ঘোষের পথ চলা শুরু হয় ‘সান বাংলা টিভি’ (Sun Bangla TV) চ্যানেলের ‘সরস্বতীর প্রেম’ (Saraswatir Prem) ধারাবাহিকের হাত ধরে। এরপরে তাঁকে দেখা যায় ২০২১ সালে ‘দত্ত এন্ড বৌমা’ (Dutta and Bouma) ধারাবাহিকে। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। কুড়ি বছর বয়সী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। তাঁর ইনস্টাগ্রাম আইডিতে বর্তমানে ৮০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে।
সম্প্রতি স্বস্তিকার একটি ভিডিও ক্লিপ ভাইরাল (Swastika Viral Video) হয়েছে। যা দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা। ভিডিও ক্লিপটিতে ‘দীপা’কে নতুন অবতারে দেখে অবাক ‘দীপা’ অনুরাগীরা। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মহাপ্রভু স্টুডিও’ (Mahaprabhu Studio) নামক ইউটিউব চ্যানেলের তরফে। ভিডিওটিতে প্রিয় ‘দীপা’কে পাঠান (Paathan) সিনেমার ‘বেশরম রং’ (Besharam Rang) গান গাইতে দেখা যায়।
ভিডিওটি দেখার পরে ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসার বৃষ্টি করতে শুরু করেন ভিডিওর দর্শকরা। বহু নেটিজেনকেই ‘দীপা’-র কণ্ঠস্বরের প্রশংসা করতে দেখা যায়। কেউ লেখেন, “ওয়াও দীপা, তোমার কন্ঠ তো ভালোই”। কেউ আবার বলেন, “কী দারুণ কণ্ঠস্বর”। ভিডিওটি ইতিমধ্যে ১০০ হাজার জন মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন।