অবশেষে ভুলবোঝাবুঝির পর্বের ইতি! রূপার মায়ের সামনাসামনি সূর্য
'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অন্যতম এক ধারাবাহিক।

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অন্যতম এক ধারাবাহিক। সম্প্রচার শুরু হওয়ার পর খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। পাশাপাশি, টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক বরাবর ভালো ফলাফল করে এসেছে। এই ধারাবাহিকের চিত্রনাট্য সম্প্রতি জমজমাট হয়ে উঠেছে।
এই বিষয়টি নিয়মিত দর্শকদের কাছে অজানা নয় যে ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র দীপা ও সূর্য বেশ কয়েক বছর ধরে আলাদা রয়েছে। খলনায়িকা মিশকার এনে দেওয়া ভুয়ো রিপোর্ট দেখে সূর্য জানতে পারে সে কখনও বাবা হতে পারবে না, ফলে অন্তঃসত্ত্বা দীপাকে সে সন্দেহ করতে শুরু করে। এই ভুল বোঝাবুঝির পর থেকেই তারা আলাদা রয়েছে।
দীপা যমজ কন্যা সন্তানের জন্ম দিলেও সে কথা জানে না। তার এক মেয়ে রূপা থাকে দীপার কাছে ও আরেক মেয়ে সোনার পরিচয় না জানলেও সে সূর্যের কাছে রয়েছে। ইতিমধ্যেই সোনা ও রূপার বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং রূপার সঙ্গে সূর্যের ও দীপার সঙ্গে সোনার দেখা হয়েছে। তবে সূর্য বা দীপা কেউই এইসব জানে না। সম্প্রতি এক নতুন প্রোমোতে মুখোমুখি হতে চলেছে সূর্য-দীপা ও সোনা-রূপা।
প্রোমোতে দেখা গিয়েছে সোনা ও রূপার সঙ্গে কথা বলে সোনার স্কুলে রূপাকে ভর্তি করতে চায় সূর্য, এমনকি সে ছোট্ট রূপার পড়াশোনার সব দায়িত্বও নিতে চায়। তবে ওই স্থানে প্রচণ্ড রেগে দীপা উপস্থিত হয় ও বাধা প্রদান করে। সে বলে ওঠে, “যে বাবা নিজের মেয়ের দায়িত্ব কোনোদিন নেয়নি, সে এক অচেনা মেয়ের দায়িত্ব কোন অধিকারে নেয়!” নতুন এই প্রোমো দেখার পর দর্শকরা অবশেষে এই কথোপকথনের পর সব সত্যি দীপা-সূর্যের সামনে আসবে কি না ও তাদের মধ্যের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সব ঠিক হয়ে যাবে কি না তা জানার জন্য অপেক্ষা করে রয়েছেন!