×

জনপ্রিয় হিন্দি গানের তালে উদ্দাম নাচ সিদ্ধার্থ-মিঠাইয়ের মেয়ে মিষ্টির, তুমুল ভাইরাল ভিডিও

মাঝেমধ্যেই অনুমেঘার নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়‌। অতটুকু মেয়ে হিন্দি গানের নেচে রীতিমতো তাক লাগিয়ে দেয় দর্শকদের।

বর্তমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাইল্ড আর্টিস্টদের জনপ্রিয়তা প্রচুর। বাংলা ধারাবাহিকগুলোতে প্রচুর চাইল্ড আর্টিস্ট অভিনয় করছে। এমন একজন চাইল্ড আর্টিস্ট হলো ‘মিঠাই’ ধারাবাহিকের সিড-মিঠাইয়ের মেয়ে মিষ্টি ওরফে ছোট্ট অনুমেঘা। মাঝেমধ্যেই অনুমেঘার নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়‌। অতটুকু মেয়ে হিন্দি গানের নেচে রীতিমতো তাক লাগিয়ে দেয় দর্শকদের। সম্প্রতি আবারো অনুমেঘার একটি নাচের ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুমেঘার নাচের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অনুমেঘাকে বলিউডের একটি ফেমাস গানে ঊর্বশী রাউতেলার মতো নাচ করতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটিতে দেখা গিয়েছে ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে Daddy Mummy গান, আর সেই গানের তালে তালে কোমর দোলাচ্ছে‌ অনুমেঘা (Anumegha Kahali)। নীল রঙের প্যান্ট ও টপ পড়ে একেবারে পশ্চিমি আদলে নাচতে দেখা গিয়েছে ছোট্ট হিরোইনকে। ভিডিওটি আপলোড করে তার ক্যাপশনে লেখা হয়েছে ‘লেটস ডান্স’ অর্থাৎ চলো নাচা যাক।

প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিক মিষ্টিকে যেমন পাকা পাকা কথা দেয় বলতে দেখা যায় বাস্তবেও অনুমেঘা ঠিক একই রকম। অনুমেঘা এতটাই মিষ্টি একটি মেয়ে যে তার প্রশংসা সর্বত্রই। এতদিন মিষ্টি অনুমেঘার মিষ্টি মিষ্টি ভিডিও নেটিজেনরা অত্যন্ত উপভোগ করেছে‌। অনুমেঘার ভিডিওর কমেন্ট সেকশন নেটিজেনরা বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছে। একজন নেটিজেন লিখেছেন ‛কি কিউট’। আবার অন্য একজন আদর করে লিখেছেন, ‛মিত্তি খুব মিত্তি’।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

একসময় টানা ৫৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকে বেঙ্গল টপার ধারাবাহিকের তকমা জিতে নিয়েছিল মিঠাই ধারাবাহিকটি‌। সিড ও মিঠাই এর পাশাপাশি এই ধারাবাহিকের অন্য দুটি চরিত্র শাক্য ও মিষ্টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে। যদিও একঘেয়ে গল্প দিয়ে এখন মিঠাইয়ের স্কোর টি আর পি তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু দর্শক মহলে মিঠাইয়ের জনপ্রিয়তা কমেনি একটুও। দর্শকদের মনের মনিকোঠায় এখনো অনেকটা জায়গা জুড়ে রয়েছে মোদক পরিবার।

Related Articles