বিয়ের আগেই হানিমুন সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, মুহূর্তে ভাইরাল ছবি
টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)।

টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই দুই অভিনেতা-অভিনেত্রী প্রেমের সম্পর্ক কারোরই অজানা নয়। দীর্ঘ ১৩ বছর ধরে প্রেম করছেন এই অভিনেতা অভিনেত্রী। তাদের সম্পর্ক নিয়ে তোলপাড় গোটা স্টুডিও পাড়া। ১৩ বছর প্রেম করেও এখনো কেন বিয়ে করছে না এই অভিনেতা অভিনেত্রী? এই প্রশ্নকে ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে এখনো না হওয়ায় টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরাও চিন্তিত।
টলিউডের এই ‘পাওয়ার কাপল’ এখনো কেন বিয়ে করছে না তা নিয়ে স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), তৃণা সাহা (Trina Saha), সন্দীপ্তা সেন (Sendipta Sen) অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সবার প্রশ্ন শুনে এই কাপল জানিয়ে দিয়েছে যে তারা এখন বিয়ে করতে পারবে না।
তবে বিয়ে কেন করছে না অঙ্কুশ ও ঐন্দ্রিলা?এই প্রশ্নের উত্তর স্পষ্ট দিতে না পারলেও ‘প্রি-হানিমুন’ সেরে ফেললেন এই জুটি। বহুদিন ধরেই ‘লিভ-ইন’ করছেন এই দুই ‘লাভ-বার্ডস’। এবার আরো একধাপ এগিয়ে গেলেন এই জুটি। বিয়ের আগেই সেরে ফেললেন হানিমুন। আগামী এপ্রিল মাসে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত লাভ ম্যারেজ সিনেমাটি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। এই ছবি মুক্তির আগে এই জুটি একান্তে নিজেদের সময় কাটাতে পৌঁছে গিয়েছেন গোয়ায়। সেখান থেকেই হানিমুনের কথা দর্শকদের জানিয়েছেন অভিনেতা নিজে।
গোয়ার বিচে ঐন্দ্রিলার সাথে কিছু ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন অঙ্কুশ। সেই ছবিগুলোর একটিতে সমুদ্রের ধারে বিকেলের রোদ গায়ে মেখে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে এই জুটিকে। অন্য আরেকটি ছবিতে পুরানো এক স্থাপত্যের সামনে নিজেদের প্রেমের কাহিনী রচনা করতে দেখা গেছে দুজনকে। নিজেদের ছবি আপলোড করে অঙ্কুশ সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রিহানিমুন ট্রিপ। ২৯ দিন বাকি তো ভাবলাম একটু প্রিহানিমুন সেরে আসি। ভাবছেন তো যাদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কীভাবে এটা সম্ভব হলো। জানাবো সব আপনাদের। বলেছিলাম না বিয়ে পর্যন্ত আমাদের জীবনে কি কি ঘটছে সব জানাবো। অপেক্ষা করুন।’