×

প্রকাশ্য মঞ্চে জনপ্রিয় বাংলা গান গেয়ে তাক লাগালেন বঙ্গতনয়া অঙ্কিতা, তুমুল ভাইরাল ভিডিও

'সারেগামাপা' থেকে পরিচিতি পান অঙ্কিতা ভট্টাচার্য।

‘সারেগামাপা’ থেকে পরিচিতি পান অঙ্কিতা ভট্টাচার্য। প্রথমে তাঁকে ২০১৩ সালে সারেগামাপা লি’ল চ্যাম্পস (SaReGaMaPa)-এ দেখা গিয়েছিল। তারপরে তাঁকে দেখা যায় ২০১৭ সালে ‘দিল হ্যা হিন্দুস্তানী’ (Dil Hai Hindustani) শোয়ে। এই অনুষ্ঠানে নিজের মা স্বরস্বতীর সঙ্গে জুটি বেঁধে মঞ্চে গাইতে নেমেছিলেন তিনি। এরপরে ২০১৮ সালে তিনি আবার ফিরে যান ‘সারেগামাপা’-এর মঞ্চে। এই মঞ্চে দীর্ঘ যুদ্ধের পরে অবশেষে তিনি বিজেতা হন ২০১৯ সালে। তাঁর মাথায় যুক্ত হয় জয়ের মুকুট। বর্তমানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

ভিডিওটিতে ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’ গানটির কভার গান গাইতে দেখা গেল গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যকে (Ankita Bhattacharya)। এই গানটি তাঁকে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকে অবস্থিত ধারিন্দা এলাকার ‘তমলুক জুনিয়র বয়েজ ক্লাব’-এর পরিচালনায় আয়োজিত এক অনুষ্ঠানে গাইতে দেখা গেল।

এই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যেতে দেখা যায়। তিনি খুবই সুন্দরভাবে দর্শকদের সামনে গানটি পেশ করলেন। তাঁর গান শুনে কার্যত মুগ্ধ হয়ে যেতে দেখা গেল দর্শকদের। বহু নেটিজেন পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দিলেন প্রশংসায়।

উল্লেখ্য, ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’ (Ogo Tomar Alash Duti Chokhe) গানটি মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালে। এই গানটি মূলত নির্মলা মিশ্রর (Nirmala Mishra) কণ্ঠে ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ (Emon Ekta Jhinuk Khuje Pelam Na) অ্যালবামের অংশ ছিল। গানটি মূলত রবীন্দ্র জৈন (Ravindra Jain) ও নচিকেতা ঘোষের (Nachiketa Ghosh) সম্পাদনায় ভবেশ গুপ্তার (Bhabesh Gupta) লেখনীতে প্রস্তুত করা হয়েছিল।

Related Articles