×

‘দিদি নং ১’-এর মঞ্চে ফাঁস হল সারেগামাপা বিজয়ী অঙ্কিতার মনের মানুষের নাম!

দিদি নাম্বার ১' এর একটি এপিসোডে উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা। সেখানেই অঙ্কিতার জীবনের নানান অজানা তথ্য ফাঁস হয় গোটা বাংলার মানুষের সামনে।

বর্তমানে বাংলার উঠতি সঙ্গীত শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’ থেকে গোটা বাংলায় জনপ্রিয়তা অর্জন করেন অঙ্কিতা। বিজয়ীর শিরোপা উঠেছিল তাঁর মাথায়। সারেগামাপা তে বিজয়ী হওয়ার পর আর ঘুরে তাকাতে হয়নি অঙ্কিতাকে। নিজের মিউজিক ভিডিও তৈরি করা থেকে টলিউডের ছবিতে প্লেব্যাক করেছেন অঙ্কিতা। অঙ্কিতার ‘কমলা’ মিউজিক ভিডিওটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এছাড়া ‘প্রজাপতি’ ছবির টাইটেল ট্র্যাকেও কণ্ঠ দিয়েছেন অঙ্কিতা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মাচা শোতেও পৌঁছে যান অঙ্কিতা। অঙ্কিতাকে আমরা সকলে চিনলেও তার জীবনের নানান গল্প অজানাই রয়ে গেছে বাংলার মানুষের কাছে। তবে সম্প্রতি সেই তথ্যও ফাঁস হয়েছে।

জি বাংলার আরেকটি জনপ্রিয় রিয়ালিটি ‘দিদি নাম্বার ১’। শুরু থেকেই এই রিয়ালিটি শো এর সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় টলি অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। সম্প্রতি :দিদি নাম্বার ১’ এর একটি এপিসোডে উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা। সেখানেই অঙ্কিতার জীবনের নানান অজানা তথ্য ফাঁস হয় গোটা বাংলার মানুষের সামনে। প্রিয় বান্ধবী প্রতিভার সঙ্গে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন অঙ্কিতা।

রচনা ব্যানার্জীর কাছে প্রতিভা অঙ্কিতা সম্বন্ধে জানান, অঙ্কিতার সব ভাল, তবে অঙ্কিতা বড্ড ঘুমাতে ভালবাসে। মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই খেয়ে নেয়। শীতকালে স্নানেও একটু অনীহা রয়েছে তাঁর। নিজের সমস্ত গোপন তথ্য ফাঁস হতেই মুখ লুকানোর জায়গা খুঁজতে থাকেন অঙ্কিতা। তবে শুধু এটুকুতেই থামেনি অঙ্কিতার বান্ধবী প্রতিভা। তিনি আরও জানান, অঙ্কিতার মধ্যে নাকি একটা মা-মা ব্যাপার রয়েছে। অন্যদের খুব যত্ন করে সে।

এরপল রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, এটা কবে থেকে হল? প্রতিভা উত্তর দেন, ওই টিনএজ বয়স থেকে, দাদা-দিদিদের দৌলতে। এই কথা শুনেই মুখ শুকিয়ে কিছুটা ঘাবড়ে যায় অঙ্কিতা। ওদিকে প্রতিভা বলতে থাকেন, ওই ‘দাদা’র সঙ্গে ঘুরতেও যায় অঙ্কিতা। প্রতিভার কথা শেষ হতেই পাশ থেকে জয়িতা গোস্বামী বলে ওঠেন, সেই ‘দাদা’ও নাকি খুব ভাল। অনেকবার দিদি নাম্বার ওয়ানে গান গাইতে এসেছেন। রিয়েলিটি শো থেকে অঙ্কিতা ও তাঁর সেই দাদার কাহিনীর সূত্রপাত, তা জানা গেল ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে। যদিও সেই দাদার নাম কিছুতেই বলতে চাননি অঙ্কিতা। যদিও নেটিজেনর আন্দাজ করছে যে অঙ্কিতার সেই দাদা সারেগামাপা এর প্রতিযোগী রাহুল কিনা!

প্রসঙ্গত, রাহুল এবং অঙ্কিতা দুজনেই ছিলেন সারেগামাপার প্রতিযোগী। বিজয়ী হতে না পারলেও গায়ক হিসাবে বেশ সাফল্য অর্জন করেছেন রাহুল। অঙ্কিতার সঙ্গেও প্রায়ই ক্যামেরাবন্দি হতে দেখা যায় রাহুল কে। রাহুল ও অঙ্কিতা একে অপরের প্রিয় বন্ধু বলে দাবি করলেও নেটিজেনদের সন্দেহ অন্য রকম। অঙ্কিতার এই গোপন ‘দাদা’টি কি রাহুলই? সেই উত্তরই এখন খুঁজছেন নেটনাগরিকরা।

Related Articles