Amitabh-Jaya : প্রকাশ্য মঞ্চে জয়ার সামনে কেঁদে ভাসালেন অমিতাভ বচ্চন, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বিগ বি-এর কান্নার ভিডিও ক্লিপটি শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়া জুড়ে। ভিডিও ক্লিপটি আসলে 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-এর সেটের।

Amitabh-Jaya : সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি ভিডিও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায় অমিতাভ বচ্চন রীতিমতো কাঁদছেন ও চোখ মুচ্ছেন। এই ঘটনাটি ঘটেছে আবার পত্নী জয়া বচ্চনের (Jaya Bachchan) সামনেই। সঙ্গে ছিলেন পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বিগ বি-এর কান্নার দৃশ্য দেখে তো অবাক সকলেই। প্রশ্নও উঠেছে একাধিক, ঠিক কেন এভাবে কাঁদছেন তিনি?
Amitabh-Jaya :
বিগ বি-এর কান্নার ভিডিও ক্লিপটি শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়া জুড়ে। ভিডিও ক্লিপটি আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)-এর সেটের। উক্ত ভিডিও ক্লিপে একটি মঞ্চে দেখা যায় ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চন, অর্ধাঙ্গিনী জয়া বচ্চন ও একমাত্র পুত্র সন্তান অভিষেক বচ্চনকে। তাঁদের উপস্থিতিতেই কাঁদতে কাঁদতে চোখ মুছতে শুরু করেন বিগ বি। কিন্তু কেন? তাঁর এই কান্নার পিছনে কী কারণ রয়েছে?
Amitabh – Jaya
View this post on Instagram
ভাইরাল ভিডিও ক্লিপটি মূলত আগের বছরের। ১৯৭৪ সালে ১১ই অক্টোবর তারিখে অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেন। ২০২২ সালে ওই তারিখে ৮০-তম জন্মবর্ষে পদার্পণ করার খুশিতে সারাদিন দেশজুড়ে দিনটি উদযাপন করা হয়।
এখানে পড়ুন : শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন
‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর পরিবেশও সেইদিন স্বাভাবিক হলেও একটু অন্য রকমের ছিল। সম্প্রসারিত হয়েছিল বিশেষ পর্ব। শো চলার মাঝেই হঠাৎ অমিতাভকে না জানিয়ে সেদিন জয়া ও অভিষেক সেটে হাজির হয়ে যান। আর তা দেখেই আবেগে ভেসে গেলেন ‘শেহেনশাহ’।
Amitabh-Jaya Viral Video :
View this post on Instagram
শোয়ে উপস্থিত হয়ে জয়া জানান, “জীবনে একসময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। তবুও শ্বেতা ও অভিষেককে সঙ্গে নিয়ে আমি কখনও ভেঙে পড়িনি। বুঝিয়ে দিয়েছিলাম, আমাদের সংসার কেউ ভাঙতে পারবে না। একে অপরকে সাত পাকের প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেছিলাম”। উল্লেখ্য, অমিতাভ যখন একসময় দেউলিয়া হয়ে গেছিলেন, তখনও অমিতাভের পাশে ছিলেন জয়া। আর তাই হয়তো, জীবনের অনেক উত্থানপতন পেরিয়ে আজও বিশ্বের অন্যতম সেরা জুটি হিসাবে পরিচিত অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।