×

৪৮ বছর বয়সে ফের অন্তঃসত্ত্বা কাজল? প্রকাশ্যে এলো খবরের আসল সত্যতা

বলিউডে অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম।

বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন, লাইফ স্টাইল নিয়ে তাঁদের ভক্তদের আগ্রহ বরাবরই একটু বেশি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিভিন্ন তারকাদের সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। শুধু সম্পর্ক নয় তার বাইরেও এমন অনেক কিছু শোনা যায় যা নিয়ে চর্চার শেষ থাকে না। মদ্দা কথা বলিউড রীতিমতো রহস্যে ঘেরা। আগেকার দিনে বলিউডের তারকারা কিছুটা হলেও গোপনীয়তা বজায় রাখতে পারতো। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এখন কোন খবর শোনা গেলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি বলিউডের এক জনপ্রিয় তারকার একটি খবর হাওয়ার বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডে অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। এই দুই তারকা দম্পতি সর্বদাই খবরের শিরোনামে থাকেন। এই দম্পতির স্টাইল স্টেটমেন্ট থেকে তাঁদের বিলাসবহুল জীবনযাপন, পরিবার; সবই নেটিজেনদের কাছে কৌতুহলী বিষয়। অজয় দেবগন এবং কাজল দুজনে সফল অভিনেতা-অভিনেত্রী। দুজনেই কমবেশি কাজে ব্যস্ত থাকে। তারপরেও তাঁরা একসাথে সুখে সংসার করেন। সম্প্রতি কাজলের একটি ছবি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে। এই ছবিকে নিয়ে সোশ্যাল মিডিয়াস জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

সোশ্যাল মিডিয়ায় কাজলের যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে কাজল লাল রঙের শাড়ি ও লাল রঙের স্লিভলেস ব্লাউজ পড়ে রয়েছেন। তবে সেটা বিষয় নয়। বিষয় হলো এই ছবিতে কাজলের বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে। এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড হতে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। কাজলের বেবি বাম্পের এই ছবি প্রকাশ্যে আসার পরে কাজলকে নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

বলিউডে এখন মাতৃ যোগ চলছে। অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়ার পরে কিছুদিন আগে মা হয়েছে আলিয়া ভাট। এরই মধ্যে কাজলের বেবি বাম্পে ছবি একাধিক প্রশ্ন জাগিয়েছে নেটিজেনদের মনে। ৪৮ বছর বয়সে কাজল আবার কি মা হতে চলেছে? এরকম হাজার একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও কাজল বা অজয় দেবগন এই ব্যাপারে এখনো মুখ খোলেননি। আসলেই কি কাজলের ওটা বেবি বাম্প নাকি শরীরের মেদবৃদ্ধি হয়েছে, সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানা যায়নি।

Related Articles