×

৫০ পেরিয়েও কমেনি গ্ল্যামার, ফাঁস হল বচ্চন বধূর স্কিন কেয়ার রুটিন

নব্বইয়ের দশকের বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম থাকা এক অনন্য নীলনয়না সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন

নব্বইয়ের দশকের বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম থাকা এক অনন্য নীলনয়না সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। এমনকি সৌন্দর্যতার দিক থেকে তিনি এখনও বর্তমান প্রজন্মের নায়িকাদের দশ‌ গোলে মাত দিতে পারবেন। একসময় গোটা বি-টাউন জুড়ে দাপিয়ে বেড়ালেও বহু বছর যাবত নিজেকে সরিয়ে রেখেছেন গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘পোন্নিয়িণ সেলভান’-এ দেখা মিলেছিল অভিনেত্রীর। এই সিনেমার হাত ধরেই আমার রুপোলি পর্দায় ফিরেছেন বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য।

এই সিনেমার হাত ধরেই তিনি প্রায় এক দশক পর তামিল ছবিতেও প্রত্যাবর্তন করলেন। যদিও এই সিনেমাটির ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছিল। এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। ৫০ এর দারগোড়ায় এসেও তাঁর রূপের ছয়টায় মুগ্ধ আসমুদ্র হিমাচল। আর হবে নাহই বা কেন। বলিউডের বহুল চরিত্র নায়িকাদের মধ্যে অন্যতম হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর বয়সী অন্যান্য অভিনেত্রীদের যেখানে মুখে বয়সের ছাপ স্পষ্ট সেখানে তিনি আজও রয়েছেন আগের মতোই এভারগ্রীন।

তাঁর মেয়ে অর্থাৎ আরাধ্যার বয়স বর্তমানে ১১ বছর। তবুও কারো বলার জো নেই যে তিনি এক সন্তানের মা। তিনি এমনভাবেই নিজের শরীর এবং ত্বকের যত্ন নেন যা জানতে অনেকেই ভীষণভাবে আগ্রহী। তবে এবার অভিনেত্রীর এভারগ্রীন থাকার সিক্রেট নিজের মুখেই ফাঁস করলেন তিনি। কিছু বছর আগে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বাজার চলতি কোনোরকম প্রসাধনী ব্যবহার করেন না। কেবলমাত্র ঘরোয়া উপায়েই নিজের রূপচর্চা করেন তিনি। তাই ঘরোয়াভাবেই তৈরি করেন নিজের ফেসপ্যাক।

অভিনেত্রী নিজের ফেসপ্যাক তৈরি করার জন্য একটি পাত্রে ১ টেবিল চামচ আলুর রস, ১ টেবিল চামচ শসার রস ও ১.৫ টেবিল চামচ মুলতানি মাটি ভালো করে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করেন। যা অভিনেত্রী ব্যবহার করে নিয়মিত। দ্বিতীয়ত, একটি পাত্রের মধ্যে ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টমেটোর রস ও ১ টেবিল চামচ শসার রস ভালো করে মিশিয়ে তৈরি করে ফেলেন একটি অসাধারণ ফেসপ্যাক। যা অভিনেত্রীকে আজও এভারগ্রীন রাখতে সাহায্য করে।

Related Articles