বিয়ের প্রথম রাতেই এই কান্ড করেছিলেন অভিষেক বচ্চন, ক্ষেপে গিয়েছিলেন ঐশ্বর্য
বচ্চন পরিবারের এমন এক তথ্য ফাঁস করলেন ঐশ্বর্য, যা শুনে সবাই অবাক হয়ে গেলেন।

বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তিনি হিন্দি সিনেমা ছাড়াও ভারতের বিভিন্ন ভাষার একাধিক সিনেমায় অভিনয় করেছেন। একইসঙ্গে তিনি অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) স্ত্রী ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুত্রবধূ। চারিদিকে তাঁর বেশ নামডাক। পূর্বে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মাঝে মধ্যে কোনো কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাঁকে।
বচ্চন পরিবার বরাবরই পাপারাৎজিদের নজরে থাকেন। কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছুতেই নজর রাখতে তৎপর পাপারাৎজিরা। থাকবেন নাই বা কেন? বচ্চন পরিবারের বেশিরভাগ মুখই তারকারূপে পরিচিত। অনুরাগীরা তাঁদের প্রিয় তারকাদের সমস্ত খবর সম্পর্কে আপডেট থাকতে পছন্দ করেন। বহু বছর ধরে তাঁরা বিটাউনের সম্মানীয় পরিবারও। আর এই জন্যই বচ্চন পরিবার সংক্রান্ত যে কোনো খবর প্রকাশ্যে এলেই সহজেই মানুষের নজরকাড়ে। সম্প্রতি বচ্চন পরিবারের এমন এক তথ্য ফাঁস করলেন ঐশ্বর্য, যা শুনে সবাই অবাক হয়ে গেলেন।
ঐশ্বর্য ও অভিষেক প্রেমবন্ধনে আবদ্ধ হওয়ার পরে ২০০৭ সালের ২০ এপ্রিল তারিখে পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনে সর্বদাই সুখী দম্পতি হিসাবেই ধরা দিয়েছেন। এরপরে ২০১১ সালের ১৬ই নভেম্বর তারিখে একমাত্র কন্যা সন্তান হিসাবে আরাধ্যা রাই বচ্চন জন্ম নেয়।
বিবাদে না পড়া এই কাপল বি-টাউনে ‘পাওয়ার কাপল’ হিসাবেও পরিচিত। তবে ঐশ্বর্যর দাবি, তাঁদের মধ্যেও নাকি ঝগড়া বা তর্কবিতর্ক হয়। এই সূত্রেই বলতে গিয়ে তিনি জানান, হানিমুনে গিয়ে অভিষেক বচ্চন এমন এক কান্ড করে বসেছিলেন, যা তাঁদের মাঝে ঝগড়ার সূত্রপাত ঘটিয়েছিল। তাঁর কথায়, হানিমুনের রাতে অভিষেক বিছানার সমস্ত স্ক্রু খুলে দিয়েছিলেন। আর তা দেখেই ঐশ্বর্য খুব রেগে গেছিলেন এবং অনেকক্ষণ কথা বলেননি।