Adrit-Kaushambi : ‘কে কার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে?’ আদৃতের সঙ্গে প্রেম নিয়ে মিঠাই ভক্তদের যোগ্য জবাব কৌশাম্বির
'মিঠাই' ধারাবাহকের গুরুত্বপূর্ণ চরিত্র তথা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaudhambhi Chakroborty)-এর নাম চর্চায় থাকতে দেখা গেল।

Adrit-Kaushambi : ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য চরিত্রগুলোর নাম একসময় ধারাবাহিকটি টিআরপি তালিকায় শীর্ষস্থানে থাকার কারণে খবরের শিরোনামে থাকতো। তবে এবার ব্যক্তিগত বিষয়ে জড়িয়ে পড়ে ‘মিঠাই’ ধারাবাহকের গুরুত্বপূর্ণ চরিত্র তথা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী (Kaudhambhi Chakroborty)-এর নাম চর্চায় থাকতে দেখা গেল।
Adrit-Kaushambi :
ইতিমধ্যে কৌশাম্বী ও আদৃতের প্রেম টলিপাড়ার ‘ওপেন সিক্রেট’ হিসাবে পরিচিত লাভ করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে ‘মিঠাই’ ভক্তরা দুই দলে বিভক্ত হয়ে গেছেন। ভক্তদের একাংশ আদৃত ও কৌশাম্বীর ‘ওপেন সিক্রেট’ সম্পর্কের খবরে খুশি হলেও, বাকিরা বেজায় চোটে রয়েছেন। এর জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায় উচ্ছেবাবুর ‘অনস্ক্রিন দিদিয়া’-এর ইনস্টাগ্রাম পোস্টেই। ‘মিঠাই’ ভক্তদের একাংশের বিরুদ্ধে ‘নন্দা’র একটি পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্যের বন্যা বইয়ে দেওয়ার অভিযোগ উঠল।
Adrit-Kaushambi :
কখনও ‘নন্দা’র বিরুদ্ধে ‘অন্যের বয়ফ্রেন্ড’ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। আবার কখনও কৌশাম্বীর বিরুদ্ধে ‘ভাইকে বয়ফ্রেন্ড’ বানানোর অভিযোগ উঠতে দেখা গেল। কেউ কেউ ‘নন্দা’কে ‘বুড়ি’ বলতেও ছাড়েনি। এক নেটিজেন তো তাঁকে ‘ঘরভাঙানি’র তকমাও দিয়ে ফেললেন। এতদিন ধরে সহ্য করে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙতে দেখা গেল ‘নন্দা’র। সরাসরি রিপ্লাইয়ে কড়া ভাষায় উত্তর দিলেন তিনি।
এখানে পড়ুন : পর্দার ‘দিদিয়া’ কৌশাম্বীর সঙ্গে চুটিয়ে প্রেম, এবার বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন আদৃত
কৌশাম্বী লেখেন, “আমি মোটেই আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নেই। তবে ভাবলাম রিপ্লাইটা করা দরকার। একটু স্পষ্টভাবে বলুন তো কে কার বয়ফ্রেন্ড কেড়েছে? আপনাদের এই অভিযোগের ভিত্তি কী? হ্যাঁ আমি অসুস্থ ও ভিত্তিহীন মন্তব্য ডিলিট করে দেওয়া ঠিক মনে করি। নিজের আশেপাশে নেতিবাচক পরিবেশ রাখতে আমার ভালো লাগে না”। এই নেটিজেন কৌশাম্বীর ‘মুরোদ’ নিয়ে প্রশ্ন তুললে অভিনেত্রী বলেন, “আপনাকে আমি আমার মুরোধ দেখাতে বাধ্য নই। ইচ্ছাও নেই, সময়ও নেই। আপনাদের জীবনে ফ্রাস্টেশনটা একটু কমুক, সুবুদ্ধি হোক। ভালো থাকুন, আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি”।
Adrit-Kaushambi :
কৌশাম্বী এপ্রিলের শুরুর দিকে এক কফি শপে যাওয়ার ফটো নিজের ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছিলেন। ফটোতে তাঁকে কালো ট্যাঙ্ক টপ, নীল স্ট্রাইপড শার্ট ও কালো জিন্স পরে থাকতে দেখা যায়। ‘মিঠাই’ ভক্তদের একাংশের দাবি ওই নীল শার্টটি নাকি আদৃতের। এরপরেই অভিযোগকারীদের মোক্ষম জবাব দিলেন ‘নন্দা’।